18 October 2012

মডেল কণার চমক

আসন্ন ডিসেম্বরে বহুরূপে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। বর্তমানে তিনি তার 'সিম্পলি কণা' অ্যালবামের সব ক'টি গানের মিউজিক ভিডিও তৈরিতে ব্যস্ত রয়েছেন। অ্যালবামের অধিকাংশ গানে তিনি নিজেই মডেল হচ্ছেন। বাংলাদেশসহ বিদেশের লোকেশনেও গানগুলোর চিত্রধারণা করা হচ্ছে। প্রতিটি গানেই কণা বৈচিত্র্যময় লোকেশন, আবেদনময়ী রূপ ও আকর্ষণীয় সাজসজ্জা, বর্ণিল পোশাক-পরিচ্ছদে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। এ প্রসঙ্গে কণা বলেন, 'ঈদে আমার মিউজিক ভিডিও অ্যালবামটি প্রকাশের ইচ্ছা ছিল। কিন্তু গানের চিত্রধারণের কাজ শেষ করতে না পারায় অ্যালবাম প্রকাশের তারিখ দু'মাস পিছিয়ে দিয়েছি। আশা করি, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই অ্যালবামটি প্রকাশ করতে পারব।' গত বছর ডেড লাইন মিউজিকের ব্যানারে কণার 'সিম্পলি কণা' অ্যালবামটি প্রকাশিত হয়েছে। অ্যালবামের 'ধিম তা না' গানটির মিউজিক ভিডিওটি ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক সাড়া তুলেছে। তারই ধারাবাহিকতায় তিনি 'সিম্পলি কণা'র সব ক'টি গান নিয়ে মিউজিক ভিডিও তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। এ অ্যালবামের 'ইউর লাভ' গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন লাক্স তারকা রাখি। শ্রীলংকার বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। গানটির সুর করেছেন শ্রীলংকান মিউজিক ডিরেক্টর ইরাজ। মিউজিক ভিডিওটি নির্দেশনা দিয়েছেন শ্রীলংকার নির্দেশক দিলন ডি সিলভা। তাছাড়া শ্রীলংকান অভিনেত্রী প্রসাদীও কণার একটি গানের মডেল হয়েছেন। কণা জানান, গত শুক্রবার তিনি ঢাকায় একটি গানের দৃশ্যায়নের কাজ শেষ করেছেন। আগামী সপ্তাহে শেষ গানটির চিত্রায়ন সম্পন্ন হবে। উল্লেখ্য, ২০০৬ সালে লেজারভিশনের ব্যানারে কণার প্রথম একক 'জ্যামিতিক ভালোবাসা' বাজারে আসে। দু'বছর বিরতির পর অগি্নবীণার ব্যানারে 'ফুয়াদ ফিচারিং কণা' নামে কণার আরেকটি অ্যালবাম প্রকাশিত হয়। বর্তমানে কণা স্টেজ শো এবং জিঙ্গেল নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া তিনি আগামী বছর নজরুল সঙ্গীতের একটি অ্যালবাম প্রকাশ করবেন বলে জানিয়েছেন। কোরবানির ঈদের পরই তিনি এ অ্যালবামের গানের রেকর্ডিং শুরু করবেন।

No comments:

Post a Comment