31 October 2012

এক টেলিফিল্মে তিন বিন্দু

এক টেলিফিল্মে তিনটি চরিত্রে অভিনয় করেছেন বিন্দু। চরিত্র তিনটি হলো পতিতা, মানসিক ডাক্তার ও লেখকের প্রেমিকা। ‘ভেতরের মানুষ’ নামে এই টেলিফিল্মটি একটি অতিপ্রাকৃত গল্প। একজন লেখকের মনোজগতের এক অনিয়ন্ত্রিত ভ্রমণে এগিয়ে চলে টেলিফিল্মের কাহিনী। সেখানে আমরা কয়েকটি ঘটনার মুখোমুখি হই। লেখক চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। দেওয়ান শামসুর রকিবের রচনা ও আকা রেজা গালিবের পরিচালনায় টেলিফিল্ম ‘ভেতরের মানুষ’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৫ম দিন বেলা ২টা ১০ মিনিটে। গল্পে দেখা যাবে, লেখক মেহমুদ রোহান রহস্য গল্প লিখছেন। রাতের ঢাকা। আগন্তুক রাস্তা দিয়ে হাটছে। প্রচন্ড রাগ ও বিরক্ত। পথি মধ্যে দেখা হয় পতিতার সঙ্গে। এড়িয়ে যেতে চাইলেও আগন্তুক মেয়েটিকে কাছে ডাকে। দুষ্ট বুদ্ধি খেলে। পতিতাকে নিয়ে যাবে বলে তার পাশে দাঁড়াতে বলে। মেয়েটি দাঁড়াতেই বিপরীত পাশ থেকে একটি প্রাইভেট কার আসতে থাকে। কাছে আসতেই পতিতাকে কিছু বুঝতে না দিয়ে ধাক্কা দেয়। কার এক্সিডেন্ট। পরদিন আবার লিখতে বসেন। ঘটে আরও অতিপ্রাকৃত গল্প।

No comments:

Post a Comment