এবার একটি নাটকে যাত্রার প্রিন্সেসের চরিত্রে অভিনয় করেছেন ভার্সেটাইল অভিনেত্রী জয়া আহসান। এ প্রসঙ্গে জয়া বলেন, নাটকে আমি যাত্রা অভিনয়ের ফাঁকে ফাঁকে নেচে গেয়ে আনন্দ দিই। আমাদের যাত্রা দল এক গ্রামে যায় যাত্রা করতে। এসময় পাঞ্জাবি পরিহিত এক যাত্রা দর্শকের সঙ্গে আমার ঘটনাচক্রে প্রেম হয়ে যায়। কিন্তু যাত্রা মালিক এ প্রেমে বাধা হয়ে দাঁড়ায়। একসময় তাদের নিভৃত আলাপচারিতায় এই যাত্রা মালিক এক গ্রামবাসীর সঙ্গে মিলে তার ভালবাসার মানুষটিকে গণপিটুনি দেয়। শেষ পর্যন্ত তাদের মিলনের মাধ্যমে শেষ হয় নাটকের কাহিনী। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় 'পাঞ্জাবিওয়ালা' নাটকে এমনই এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এদিকে জয়ার অভিনয়ে বেশ কয়েকটি নাটক বর্তমানে কয়েকটি টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। মেজবাউর রহমান সুমনের 'তারপরেও আঙ্গুরলতা ভালবাসে নন্দকে' নাটকের শুটিংয়ের কাজ শিগগিরই শুরু হবে। এ নাটকে জয়ার বিপরীতে অভিনয় করছেন নাট্য নির্মাতা অনিমেষ আইচ। এছাড়াও বেশ কয়েকটি নাটকের শুটিংয়ের কাজ চলছে বলে তিনি জানান। ছোট পর্দার এ তারকা অভিনেত্রী তার প্রথম ছবি মোস্তফা সরয়ার ফারুকীর 'ব্যাচেলর'-এর পর নূরুল আলম আতিকের 'ডুব সাঁতার' নামের একটি ডিজিটাল ছবিতে অভিনয় করেছেন। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়।15 July 2009
জয়া এবার যাত্রার প্রিন্সেস
এবার একটি নাটকে যাত্রার প্রিন্সেসের চরিত্রে অভিনয় করেছেন ভার্সেটাইল অভিনেত্রী জয়া আহসান। এ প্রসঙ্গে জয়া বলেন, নাটকে আমি যাত্রা অভিনয়ের ফাঁকে ফাঁকে নেচে গেয়ে আনন্দ দিই। আমাদের যাত্রা দল এক গ্রামে যায় যাত্রা করতে। এসময় পাঞ্জাবি পরিহিত এক যাত্রা দর্শকের সঙ্গে আমার ঘটনাচক্রে প্রেম হয়ে যায়। কিন্তু যাত্রা মালিক এ প্রেমে বাধা হয়ে দাঁড়ায়। একসময় তাদের নিভৃত আলাপচারিতায় এই যাত্রা মালিক এক গ্রামবাসীর সঙ্গে মিলে তার ভালবাসার মানুষটিকে গণপিটুনি দেয়। শেষ পর্যন্ত তাদের মিলনের মাধ্যমে শেষ হয় নাটকের কাহিনী। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় 'পাঞ্জাবিওয়ালা' নাটকে এমনই এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এদিকে জয়ার অভিনয়ে বেশ কয়েকটি নাটক বর্তমানে কয়েকটি টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। মেজবাউর রহমান সুমনের 'তারপরেও আঙ্গুরলতা ভালবাসে নন্দকে' নাটকের শুটিংয়ের কাজ শিগগিরই শুরু হবে। এ নাটকে জয়ার বিপরীতে অভিনয় করছেন নাট্য নির্মাতা অনিমেষ আইচ। এছাড়াও বেশ কয়েকটি নাটকের শুটিংয়ের কাজ চলছে বলে তিনি জানান। ছোট পর্দার এ তারকা অভিনেত্রী তার প্রথম ছবি মোস্তফা সরয়ার ফারুকীর 'ব্যাচেলর'-এর পর নূরুল আলম আতিকের 'ডুব সাঁতার' নামের একটি ডিজিটাল ছবিতে অভিনয় করেছেন। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়।
Labels:
Joya,
Joya Ahsan,
Television
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment