তারা সবাই সুন্দরী। রীতিমতো পরীক্ষিত সুন্দরী। দেশের সব সুন্দরীদের মধ্য থেকে বাছাই করে 'লাক্স' তাদের স্বীকৃতি দিয়েছে 'লাক্স সুন্দরী' বলে। এদের মধ্যে কে কতটা সুন্দরী তা তো দর্শকরা প্রতিযোগিতার সময় রায় দিয়েছেনই একবার। এবার এই ছবিটি দেখে বলুনতো কে বেশি সুন্দরী- ফারিয়া, বাঁধন, মীম, চৈতি না-কি দীপা? গতকাল হোটেল শেরাটনে লাক্সের প্রেস কনফারেন্সে এই লাক্স সুন্দরীদের দেখে উপস্থিত সকলেই বিভ্রমে পড়েছিলেন।
সত্যি জটিল সমস্যা!!!!
ReplyDeleteaR
Bangla Hacks