09 March 2011

ফয়সালকে ডিভোর্স দিলেন জয়া

বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই চাপা একটা গুঞ্জন চলছিলসংসারে দুজনার সমঝোতাও যেন খুব একটা ভাল যাচ্ছিল না। অবশেষে জয়া ডিভোর্স লেটার পাঠালেন ফয়সাল আহমেদকে। গত প্রায় ৫ মাস ধরেই জয়া-ফয়সাল আলাদা আলাদা ভাবে থাকছেন। তবে দু'মাস আগে জয়া ফয়সালকে এই ডিভোর্স লেটারটি পাঠান। যা বর্তমানে আইনতভাবে কার্যকর হয়েছে। উলেস্নখ্য, শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে ব্যাংককের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মডেল অভিনেতা ফয়সাল। স্বামীর অসুস্থতায় দেখভালের জন্য কোন খোঁজখবরও নেননি তিনি।

তাই জয়া আহসানের এ ধরনের আচরণে ফয়সাল পরিবারের সকলেই খুবই হতবাক হয়েছেন। জয়া ফয়সালের ঘর ছাড়ার সময় ঘর থেকে জয়া তার সবকিছুই নিয়ে এসেছেন। এমনকি জয়া ফয়সালের নামে বসুন্ধরায় যে ফ্ল্যাট কিনেছিলেন। সেটিও দেনমোহর হিসেবে জয়া তার নামে নিয়েছেন। জয়া আহসানের নাটকের বেশ ক'জন ডিরেক্টর-প্রডিউসারও জানিয়েছেন যে তারা গত সেপ্টেম্বর থেকেই আলাদা বসবাস করছেন। এ সম্পর্কে জয়া আহসানের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি কোন কিছুই বলতে চাননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত জয়া মাহফুজ আহমেদের 'চৈতা পাগল'র সেটে কাজ করছিলেন। বর্তমানে জয়া আহসান বসুন্ধরা বারিধারা ফ্ল্যাটে এবং ফয়সাল গুলশান দুই নম্বরের ৪৩ নম্বর বাড়িতে অবস্থান করছেন। অন্যদিকে নিয়মিত শারীরিক চেকআপ আর কাজের ব্যস্ততায় অনেক আগেই ফয়সাল মিডিয়া থেকে অনেকটাই দূরে রয়েছেন। সর্বশেষ একটি হাউজিং কোম্পানীর বিজ্ঞাপনে এই জয়া-ফয়সাল একসাথে মডেল হিসেবে অংশ নেন। তবে খুব ঘনিষ্ঠজন ছাড়া জয়া এখনও ফয়সালের সাথে তার এই ডিভোর্সের ব্যাপারে কোন মুখ খুলছেন না। দুজনার পারস্পরিক সমঝোতার সংকটের কথা নিয়ে একে অপরকে কোন ধরনের দোষারোপ করতে শোনেন নি। উলেস্নখ্য, জয়া আহসানের এটি দ্বিতীয় সংসার। তবে তাদের এই চমৎকার জুটির সংসার ভাঙনের খবরে ইরফান উলস্নাহ, চয়নিকা চৌধুরী সহ সকলেই আক্ষেপ করেছেন।

No comments:

Post a Comment