বাংলা ব্যান্ড এবং আনুশেহর সংগীত সংসার টানা ১৩ বছরের। ব্যান্ডের মূল তিন সদস্য বুনো, আনুশেহ এবং অর্ণব। ১৩ বছর আগে কলকাতার শান্তি নিকেতনে জন্ম হওয়া ভিন্ন মাত্রার জনপ্রিয় এ ব্যান্ডটি গেল প্রায় পাঁচ বছর অনেকটাই ঘুমন্ত সময় পার করছে। প্রথম অ্যালবাম ‘কিংকর্তব্যবিমূঢ়’ দিয়ে ফাটাফাটি আওয়াজ। যদিও অনেক ফোকবাদী তখন (বছর দশেক আগে) অভিযোগ তুলেছিলেন লালনের গানগুলোকে বাংলার পৈতৃক সম্পদ বানিয়ে যাচ্ছেতাইভাবে বিকৃত করা হয়েছিল সে অ্যালবামে। অবশ্য এমন প্রতিবাদের বিপরীতে বাংলার শ্রোতা সমর্থন ছিল আকাশচুম্বী। প্রথম অ্যালবামের দীর্ঘ বিরতির পর বছর পাঁচেক আগে প্রকাশ পায় তাদের দ্বিতীয় কর্ম ‘প্রত্যুৎপন্নমতিত্ত্ব’। এবার আর নতুন করে জ্বলে উঠলো না বাংলা। উল্টো মুখ থুবড়ে পড়লো অনির্দিষ্টকালের জন্য। অর্ণব ব্যস্ত হলেন নিজের মতো করে। এরই মধ্যে প্রকাশ করলেন একক উদ্যোগে বেশ কয়েকটি একক আর মিশ্র প্রজেক্ট। আলোচনায় এলেন মনপুরার গান করে। অবশ্য অতিসমপ্রতি অর্ণবকেও আর মিলছে না আগের ধারাবাহিকতায়। অন্যদিকে বাংলার আরেক কান্ডারি বুনো। যিনি আনুশেহকে বিয়ে করে এখন একরকম সংসারী। এর মধ্যে আনুশেহ-বুনোর সংসার বড়ও হয়েছে। বাংলার ভিতরে এবং বাইরে এসে অর্ণব এককভাবে যে মুন্সিয়ানা দেখিয়েছেন তার কাছে কিনারেও ঘেঁষতে পারেননি গুণী মিউজিশিয়ান হিসেবে পরিচিত বুনো এবং তার অর্ধাঙ্গিনী ভিন্ন ধারার কণ্ঠশিল্পী আনুশেহ। একই সঙ্গে নানাবিধ কারণে বাংলাকেও আগের মতো তুলে ধরতে পারছেন না তারা। সম্ভবত তারই প্রতিক্রিয়া হিসেবে সমপ্রতি আনুশেহ ঘোষণা দিলেন নিজের প্রথম একক নির্মাণের। এবারই প্রথম নিজের একক অ্যালবাম করছেন আনুশেহ আনাদিল। এরই মধ্যে অ্যালবামের কাজও শুরু করেছেন। জানালেন, তারিখ এখনো চূড়ান্ত করেননি, তবে এ বছরই অ্যালবামটি প্রকাশ করতে চান। নো মোর লেইট। এর মধ্যে কলকাতায় টানা পাঁচ দিন কাজ করে দেশে ফিরেছেন। এর আগে অ্যালবামের কাজে আরও একবার কলকাতায় গিয়েছিলেন। জানা যায়, বাংলা ব্যান্ডটির জন্মের পর গেল ১৩ বছরে ব্যান্ডের কথা ভেবেই শতাধিক গান লিখেছেন এবং তাতে সুর দিয়েছেন আনুশেহ একাই। অথচ গানগুলো সে অর্থে কাজে লাগানোর সুযোগ হয়নি। সেখান থেকে মাত্র ১০টি গান বাছাই করে এবার নিজের এককের জন্য তৈরি করছেন মনপ্রাণ ঢেলে। অ্যালবামের নাম দিয়েছেন ‘রাই’। অ্যালবামের নাম ও ধরন প্রসঙ্গে আনুশেহ বলেন, চেষ্টা করছি সবক’টি গানের কথায় ‘বিনোদিনী’ কিংবা রাইয়ের ভাবনাটাকে স্থান দেয়ার। এর বাইরে দীর্ঘ পথচলায় নিজে যা বুঝেছি, দেখেছি এবং ভাবছি, সেগুলোই গানের কথার মধ্য দিয়ে বলতে চেয়েছি। আনুশেহর এ অ্যালবামের কাজে সর্বাত্মক সহযোগিতা করছেন কলকাতার একদল পুরানো বন্ধু। গানের যন্ত্রানুষঙ্গে অংশ নিচ্ছেন তারা। আনুশেহ জানান, বন্ধুদের মধ্যে রয়েছেন তন্ময় বোস, স্যাম মিলস, পান্ডু হোয়াইটস, দেবজ্যোতি মিশ্র, ব্যান্ড ইন্ডিয়ান ওশান এবং তালতন্ত্রসহ আরও অনেকে। তবে বাংলা ব্যান্ডের বন্ধু অর্ণব কিংবা বুনোর কোন অংশগ্রহণের আঁচ মিলেনি আনুশেহর কণ্ঠে। এদিকে বাংলার বর্তমান অবস্থা প্রসঙ্গে আনুশেহ বলেন, একক অ্যালবাম নিয়ে আমার কোন আগ্রহ, শখ কিংবা পরকিল্পনা ছিল না। এ পর্যন্ত যা লিখেছি- সুর করেছি-ভেবেছি তার সবটাই ছিল ব্যান্ড বাংলাকেন্দ্রিক। যেহেতু সবাই অনেক ব্যস্ত, তাই আপাতত বাংলার নতুন অ্যালবামের কাজ হচ্ছে না। ভাবছি, বাংলার না হলে আমি আর কতদিন বসে থাকবো। কারণ আমার গান জমেতো দিনকে দিন পাহাড় হয়ে যাচ্ছে। সে জন্য একক অ্যালবাম করা। জানা যায়, আনুশেহর প্রথম একক ‘রাই’ প্রকাশ পাবে বাংলাদেশ এবং ভারতে একই দিনে, দুটো আলাদা ব্যানারে।
27 March 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment