একুশে পদকপ্রাপ্ত গীতিকার এবং বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক পরিচালক গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘হৃদয় ভাঙা ঢেউ’ এখন সেন্সরের পথে রয়েছে। সহসাই ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে যাবে বলে পরিচালক গাজী মাজহারুল আনোয়ার জানান। তিনি বলেন, আসন্ন বাংলা নববর্ষে মুক্তি পাওয়ার লক্ষ্য নিয়ে নির্মিত ‘হৃদয় ভাঙা ঢেউ’ একটি আন্তর্জাতিক মানের ছবি। ব্যাংককের নানারকম চমৎকার লোকেশন আর সমুদ্র শহর কক্সবাজারে এই ছবির পুরো শুটিং করা হয়েছে। জমজমাট একটি গল্পের সঙ্গে লোকেশন, গান, অ্যাকশন, নাচ সবকিছুই সিনেমাপ্রেমী দর্শকদের জন্য নতুন আনন্দ নিয়ে আসবে। গাজী মাজহারুল আনোয়ার বলেন, প্রযোজক এমএ জলিল অনন্তর অকৃপণ সহযোগিতায় আমি একটি ভাল মানের চলচ্চিত্র নির্মাণ করতে পেরেছি; যা সব শ্রেণীর দর্শকদের মন জয় করবে বলে আশা করতে পারি। ‘খোঁজ দ্য সার্চ’ খ্যাত নায়ক প্রযোজক এমএ জলিল অনন্ত প্রযোজিত ও মুনসুন ফিল্মসের ব্যানারে পরিবেশিত তারকাসমৃদ্ধ ছবি ‘হৃদয় ভাঙা ঢেউ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, আলমগীর, দিতি এবং সফল ও আলোচিত জুটি অনন্ত ও বর্ষা। ‘হৃদয় ভাঙা ঢেউ’র কাহিনী চিত্রনাট্য সংলাপ লিখেছেন পরিচালক গাজী মাজহারুল আনোয়ার নিজেই। চিত্রগ্রহণে মাহফুজুর রহমান খান, সম্পাদনা শহীদুল হক, স্থিরচিত্রে জিডি পিন্টু। ছবির অ্যাকশন দৃশ্য ও কোরিওগ্রাফি করেছে হংকং ও মুম্বইর কলাকুশলীরা।
28 March 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment