ব্যস্ত সময় পার করছেন তারকা দম্পতি শাওন ও হুমায়ূন। জানা গেছে, চারজন বিখ্যাত লেখকের লেখা গান নিয়ে অডিও ক্যাসেট বের করছেন মেহের আফরোজ শাওন। লেখক চারজন হচ্ছেন হুমায়ূন আহমেদ, নির্মলেন্দু গুণ, সুনীল গঙ্গোপাধ্যায় ও সমরেশ মজুমদার আপাতত কয়েকটি গানের সুর ঠিক করা হয়েছে। রেকর্ডিংয়ের কাজ এখনও ঠিক হয়নি। তাই কবে নাগাদ ক্যাসেট বাজারে আসতে পারে তাও বলতে পারছেন না শাওন। হুমায়ূন আহমেদ ও শাওন দু'জনেই এখন ব্যস্ত আছেন মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজের বিচার কার্যে। এরই ফাঁকে ফাঁকে শুটিং করছেন শাওনের পরিচালনায় অসমাপ্ত নাটক এই মেঘ রৌদ্র ছায়া। হুমায়ূন আহমেদের লেখা এ নাটকটি ২০০৮ সালের শেষেরদিকে বেশ ক'পর্বের শুটিং শেষ করেছিলেন। মাঝে শাওনের থিসিসের ব্যস্ততার কারণে বাকি পর্বগুলোর শুটিং শেষ করা সম্ভব হয়নি। ক্ষুদে গানরাজের বিচার কার্য শেষ হওয়ার পর শাওন একটি চলচ্চিত্র নির্মাণ শুরু করবেন। আপাতত চলচ্চিত্রটি অনুদানের জন্য সরকারের কাছে জমা পড়েছে। শীবব্রত বর্মণের লেখা চলচ্চিত্রের নাম গৌরীপুর জংশন। এ সম্পর্কে শাওন বলেন, আমরা আশা করছি ছবিটির জন্য সরকারি অনুদান পাব। কারণ গল্পের কাহিনী খুবই ভাল ও হৃদয়স্পর্শী। এতসব ব্যস্ততার মাঝে হুমায়ূন আহমেদের প্রথম এবং প্রধান ব্যস্ততা হচ্ছে বইমেলাকে কেন্দ্র করে। এবারের একুশের বইমেলায় তার নতুন বই প্রকাশের জন্য তিনি লেখালেখি আর বই ছাপানো নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।27 December 2009
কেমন আছেন হুমায়ূন আহমেদ ও শাওন দম্পতি
ব্যস্ত সময় পার করছেন তারকা দম্পতি শাওন ও হুমায়ূন। জানা গেছে, চারজন বিখ্যাত লেখকের লেখা গান নিয়ে অডিও ক্যাসেট বের করছেন মেহের আফরোজ শাওন। লেখক চারজন হচ্ছেন হুমায়ূন আহমেদ, নির্মলেন্দু গুণ, সুনীল গঙ্গোপাধ্যায় ও সমরেশ মজুমদার আপাতত কয়েকটি গানের সুর ঠিক করা হয়েছে। রেকর্ডিংয়ের কাজ এখনও ঠিক হয়নি। তাই কবে নাগাদ ক্যাসেট বাজারে আসতে পারে তাও বলতে পারছেন না শাওন। হুমায়ূন আহমেদ ও শাওন দু'জনেই এখন ব্যস্ত আছেন মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজের বিচার কার্যে। এরই ফাঁকে ফাঁকে শুটিং করছেন শাওনের পরিচালনায় অসমাপ্ত নাটক এই মেঘ রৌদ্র ছায়া। হুমায়ূন আহমেদের লেখা এ নাটকটি ২০০৮ সালের শেষেরদিকে বেশ ক'পর্বের শুটিং শেষ করেছিলেন। মাঝে শাওনের থিসিসের ব্যস্ততার কারণে বাকি পর্বগুলোর শুটিং শেষ করা সম্ভব হয়নি। ক্ষুদে গানরাজের বিচার কার্য শেষ হওয়ার পর শাওন একটি চলচ্চিত্র নির্মাণ শুরু করবেন। আপাতত চলচ্চিত্রটি অনুদানের জন্য সরকারের কাছে জমা পড়েছে। শীবব্রত বর্মণের লেখা চলচ্চিত্রের নাম গৌরীপুর জংশন। এ সম্পর্কে শাওন বলেন, আমরা আশা করছি ছবিটির জন্য সরকারি অনুদান পাব। কারণ গল্পের কাহিনী খুবই ভাল ও হৃদয়স্পর্শী। এতসব ব্যস্ততার মাঝে হুমায়ূন আহমেদের প্রথম এবং প্রধান ব্যস্ততা হচ্ছে বইমেলাকে কেন্দ্র করে। এবারের একুশের বইমেলায় তার নতুন বই প্রকাশের জন্য তিনি লেখালেখি আর বই ছাপানো নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।
Labels:
Humayun Ahmed,
Meher Afroz Shaon
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment