অনেক কারণেই শীর্ষে অবস্থান করছেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আকর্ষণীয় ফিগার, স্টাইল সহ নানাদিক দিয়ে অন্য অনেকে নায়িকার চেয়ে এগিয়ে তিনি। আবারও শীর্ষে উঠে এলেন তিনি। তবে এবার আগের ক্যাটাগরিগুলোর জন্য নয়। হলিউডের সবচেয়ে আবেদনময়ী ঠোঁটের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। লসএঞ্জেলসের একটি ফ্যাশন বিষয়ক ম্যাগাজিন হলিডে ইনের সমপ্রতি চালানো একটি জরিপে শীর্ষস্থানীয় ঠোঁটের অধিকারী হোন জোলি। আবেদনময়ী ঠোঁটের অধিকারী হিসেবে এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্কারলেট জেহানসন, তৃতীয় অবস্থানে ক্রিস্টেন স্টুয়ার্ট। এ সম্পর্কে ম্যাগাজিনের এক মুখপাত্র বলেছেন, চুমুর জন্য যে ধরনের ঠোঁট আমরা প্রত্যাশা করি তার শতভাগ আবেদনসম্পন্ন ঠোঁট হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির। তিনি ভার্সেটাইল গুণ ও রূপের অধিকারী। তার সৌন্দর্যের অন্যতম অংশ হলো ঠোঁট। যেটা দর্শক ও পাঠক তার ঠোঁটের পক্ষে ভোট দিয়ে প্রমাণিত করেছেন।31 March 2011
অ্যাঞ্জেলিনা জোলি আবারও শীর্ষে
অনেক কারণেই শীর্ষে অবস্থান করছেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আকর্ষণীয় ফিগার, স্টাইল সহ নানাদিক দিয়ে অন্য অনেকে নায়িকার চেয়ে এগিয়ে তিনি। আবারও শীর্ষে উঠে এলেন তিনি। তবে এবার আগের ক্যাটাগরিগুলোর জন্য নয়। হলিউডের সবচেয়ে আবেদনময়ী ঠোঁটের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। লসএঞ্জেলসের একটি ফ্যাশন বিষয়ক ম্যাগাজিন হলিডে ইনের সমপ্রতি চালানো একটি জরিপে শীর্ষস্থানীয় ঠোঁটের অধিকারী হোন জোলি। আবেদনময়ী ঠোঁটের অধিকারী হিসেবে এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্কারলেট জেহানসন, তৃতীয় অবস্থানে ক্রিস্টেন স্টুয়ার্ট। এ সম্পর্কে ম্যাগাজিনের এক মুখপাত্র বলেছেন, চুমুর জন্য যে ধরনের ঠোঁট আমরা প্রত্যাশা করি তার শতভাগ আবেদনসম্পন্ন ঠোঁট হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির। তিনি ভার্সেটাইল গুণ ও রূপের অধিকারী। তার সৌন্দর্যের অন্যতম অংশ হলো ঠোঁট। যেটা দর্শক ও পাঠক তার ঠোঁটের পক্ষে ভোট দিয়ে প্রমাণিত করেছেন।
Labels:
Angelina Jolie,
Hollywood Actress
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment