22 August 2009

টুটুল-তানিয়াকে নিয়ে নাটক

তারকা দম্পতি এসআই টুটুল এবং তানিয়া আহমেদ। একজন গানের মানুষ অন্যজন অভিনয়ের। তবে মাঝেমধ্যেই হুমায়ূন আহমেদের বিভিন্ন নাটকের ছোট্ট ছোট্ট চরিত্রে পাওয়া যায় এসআই টুটুলকে। এবার এই তারকা দম্পতিকে মাথায় রেখে ঈদের নাটক লিখেছেন জনপ্রিয় লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদ। নাম রেখেছেন 'বাদলা দিনের গান'। আর এটি বানাচ্ছেন তারই প্রধান সহকারী পরিচালক জুয়েল রানা। নাটকটির কাহিনীতে দেখা যাবে একদিন এক ভক্ত আসেন টুটুলের সঙ্গে দেখা করতে। বাসার নিচে ভক্ত দাঁড়িয়ে আছেন প্রিয় শিল্পীর দেখা পাওয়ার আশায়। কখন টুটুলের ডাক আসবে। সেদিন টুটুল-তানিয়া দম্পতি নিজের মতো করে সময় কাটাবেন বলে সবকিছু ঠিক করেছেন। কিন্তু ভক্ত এসে সবকিছু ওলট-পালট করে দেয়। শুরু হয় সংসারে টানাপড়েন। নাটক প্রসঙ্গে টুটুল বলেন, হুমায়ূন স্যার গল্পটি খুব ভাল করে সাজিয়েছেন। অনেকটা আমাদের মতো করেই। আশা করি নাটকটি দর্শকদের ভাল লাগবে। নির্মাতা জুয়েল রানা জানান, চলতি মাসের ২৫, ২৬, ২৭ তারিখে এই নাটকের শুটিং হবে। তাও আবার সে শুটিং হবে উত্তরাস্থ টুটুল-তানিয়ার নিজ বাসায়। নাটকটিতে আরও অভিনয় করবেন সোহানা সাবা, আরমান পারভেজ। এটি আসন্ন ঈদে যে কোন একটি চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে।

No comments:

Post a Comment