আগামীকাল থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে নির্মাণ কর্মীদের নিয়ে প্রতিযোগিতামূলক গানের অনুষ্ঠান 'শাহ সিমেন্ট নির্মাণের তারকা'। অনুষ্ঠানটি এখন থেকে প্রতি সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার এবং শনিবার সকাল ১১টা ০৫ মিনিটে পুনঃপ্রচার হবে। নির্মাণ কর্মীদের কাজের স্বীকৃতি প্রদান, বহুমুখী প্রতিভার নতুন দিগন্ত উন্মোচন এবং পেশাগত জীবনকে আরও অর্থবহ ও উদ্দীপনাময় করার উদ্দেশ্যে দেশব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় ৩০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে গত ৪ঠা জুন নারায়ণগঞ্জ থেকে শুরু করে দেশের সব জেলার প্রতিযোগীদের নিয়ে ইতিমধ্যে ২২টি পর্বে বাছাই সম্পন্ন হয়েছে। ইয়েস কার্ড পাওয়া ৩০৩ জনের মধ্য থেকে সেরা ১৫ খুঁজে বের করা হয় চূড়ানত্দ প্রতিযোগিতার জন্য। প্রতিযোগীরা হলেন- যশোরের আনন্দ কুমার দত্ত, পিরোজপুরের মহিদুল ইসলাম বাবু, খুলনার মো. সুমন, ময়মনসিংহের মো. হানিফ, টাঙ্গাইলের বনস্পতি মজুমদার, জামালপুরের সুবর্ণ চৈতী আকাশী, মানিকগঞ্জের জাহিদুল ইসলাম, নরসিংদীর মোশারফ হোসেন, সুনামগঞ্জের শাহানা আক্তার, ধানমন্ডির সুকান্ত অধিকারী, শেরপুরের মেহেদী হাসান, গুলশানের আখতারুল ইসলাম, রমনার ইশতিয়াক, যাত্রাবাড়ীর মো. আদি ও মো. শামীম। সেরা ১৫ জনের মধ্য থেকেই খুঁজে বের করা হবে সেরা নির্মাণের তারকা। সেরা ১৫ জনের পারফরমেন্স দিয়েই আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রচার। এই ১৫ জন থেকে নির্বাচন করা হবে সেরা পাঁচ, যাদের জন্য থাকছে ১৫ লাখ টাকার পুরস্কার। এ পর্যায়ে বিচারক হিসেবে থাকছেন কণ্ঠশিল্পী ফাতেমাতুজ জোহরা, এস আই টুটুল ও মমতাজ। চূড়ান্ত পর্বগুলো উপস্থাপন করবেন জনপ্রিয় নায়ক রিয়াজ ও তার স্ত্রী মডেল তিনা। প্রতিযোগিতার পরিচালক রাসেল মাহমুদ এবং নির্বাহী পরিচালক তাশিক আহমেদ।25 October 2009
আগামীকাল থেকে এটিএন বাংলায় 'শাহ সিমেন্ট নির্মাণের তারকা'
আগামীকাল থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে নির্মাণ কর্মীদের নিয়ে প্রতিযোগিতামূলক গানের অনুষ্ঠান 'শাহ সিমেন্ট নির্মাণের তারকা'। অনুষ্ঠানটি এখন থেকে প্রতি সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার এবং শনিবার সকাল ১১টা ০৫ মিনিটে পুনঃপ্রচার হবে। নির্মাণ কর্মীদের কাজের স্বীকৃতি প্রদান, বহুমুখী প্রতিভার নতুন দিগন্ত উন্মোচন এবং পেশাগত জীবনকে আরও অর্থবহ ও উদ্দীপনাময় করার উদ্দেশ্যে দেশব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় ৩০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে গত ৪ঠা জুন নারায়ণগঞ্জ থেকে শুরু করে দেশের সব জেলার প্রতিযোগীদের নিয়ে ইতিমধ্যে ২২টি পর্বে বাছাই সম্পন্ন হয়েছে। ইয়েস কার্ড পাওয়া ৩০৩ জনের মধ্য থেকে সেরা ১৫ খুঁজে বের করা হয় চূড়ানত্দ প্রতিযোগিতার জন্য। প্রতিযোগীরা হলেন- যশোরের আনন্দ কুমার দত্ত, পিরোজপুরের মহিদুল ইসলাম বাবু, খুলনার মো. সুমন, ময়মনসিংহের মো. হানিফ, টাঙ্গাইলের বনস্পতি মজুমদার, জামালপুরের সুবর্ণ চৈতী আকাশী, মানিকগঞ্জের জাহিদুল ইসলাম, নরসিংদীর মোশারফ হোসেন, সুনামগঞ্জের শাহানা আক্তার, ধানমন্ডির সুকান্ত অধিকারী, শেরপুরের মেহেদী হাসান, গুলশানের আখতারুল ইসলাম, রমনার ইশতিয়াক, যাত্রাবাড়ীর মো. আদি ও মো. শামীম। সেরা ১৫ জনের মধ্য থেকেই খুঁজে বের করা হবে সেরা নির্মাণের তারকা। সেরা ১৫ জনের পারফরমেন্স দিয়েই আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রচার। এই ১৫ জন থেকে নির্বাচন করা হবে সেরা পাঁচ, যাদের জন্য থাকছে ১৫ লাখ টাকার পুরস্কার। এ পর্যায়ে বিচারক হিসেবে থাকছেন কণ্ঠশিল্পী ফাতেমাতুজ জোহরা, এস আই টুটুল ও মমতাজ। চূড়ান্ত পর্বগুলো উপস্থাপন করবেন জনপ্রিয় নায়ক রিয়াজ ও তার স্ত্রী মডেল তিনা। প্রতিযোগিতার পরিচালক রাসেল মাহমুদ এবং নির্বাহী পরিচালক তাশিক আহমেদ।
Labels:
ATN Bangla,
Reality Show,
Riaz,
Shah Cement Nirmaner Taroka,
Tina
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment