13 July 2010

সারিকা ও শুভ এই প্রথম

প্রথমবারের মতো একসঙ্গে ঈদের নাটকে অভিনয় করবেন আরফিন শুভ ও সারিকা। সৌরজয় চৌধুরীর রচনা ও পরিচালনায় নাটকটির নাম 'অবশেষে এটি নাটকে পরিণত হলো'। আগামী ঈদ উপলক্ষে নির্মিতব্য এ নাটকটি নির্মিত হবে তানহা প্রোডাকশন হাউজের ব্যানারে ও জিয়াউদ্দিন আলমের প্রযোজনায়। নাটকটিতে আরও অভিনয় করবেন শামীম, রাসেল, মুহিন প্রমুখ। নাটকের গল্প আবর্তিত হয়েছে মূলত একজন ফ্যাশন ডিজাইনারকে কেন্দ্র করে। ফাহাদ নামের এ ফ্যাশন ডিজাইনারের পরিবার থেকে বিয়ে ঠিক করা হয়। বাবা-মায়ের পছন্দের মেয়ে মৌলিকে সে দেখতে যায়। শিক্ষিত স্মার্ট মৌলিকে যেদিন ফাহাদ দেখতে যায় সেদিন থেকেই বিপত্তির শুরু। মৌলিকে ফাহাদ নানা প্রশ্ন করলে মৌলিও উল্টো প্রশ্ন করা শুরু করে। এ নিয়ে শুরু হয় ঝগড়া। দুই বছর পর মৌলি একটি ফ্যাশন হাউজের মার্কেটিং ম্যানেজার হিসেবে চাকরি শুরু করে। ফাহাদ তখন ফ্যাশন হাউজটির মালিক। কিন্তু কারোরই দুই বছর আগের ঘটনা মনে নেই। অফিসে এ দু'জনের যুক্তি তর্কের খেলা শুরু হয়। ফাহাদের রুমে মডেলরা এলে মৌলির মাথা খারাপ হয়ে যায়। এত কিছুর মাঝে দু'জন দু'জনকে পছন্দ করে। কেউ তা বুঝে উঠতে পারে না। একপর্যায়ে দু'জনেরই মনে পরে পুরনো সব ঘটনা। আগামী মাসের ২ তারিখ থেকে নাটকের শুটিং শুরু হবে।

No comments:

Post a Comment