হলিউড সুপারস্টার জুলিয়া রবার্টস ৪২ বছরে এসে পরিবর্তন করেছেন নিজের ধর্ম। হিন্দু ধর্মে ধর্মানতরিত হয়েছেন তিনি। কেননা তিনি মনে করেন, এতে তিনি বাকি জীবন শানত্দিতে কাটাতে পারবেন। ৪২ বছর বয়সী এ অভিনেত্রী জন্ম নিয়েছেন ব্যাপটিস্ট ও ক্যাথলিক ধর্মে দীক্ষিত এক দম্পতির ঘরে। ফলে ধর্ম নিয়ে কখনো কোনো আগ্রহ ছিল না তার। এ বছর তার ছবি 'ইট প্রে লাভ' করতে গিয়ে ভারতে যান তিনি। সেখানে গিয়ে হিন্দু ধর্মে দীক্ষিত হওয়ার অনুপ্রেরণা পান। আরো জানা যায়, আলোচিত এ অভিনেত্রী এখনই মন্দিরে যাওয়া শুরু করেছেন। সেখানে শুধু নিজেই যান না তার সঙ্গী হয় তার স্বামী ও তিন সনতান। জুলিয়া বলেন, 'আমি সত্যি করে বলছি আমি খুব আনত্দরিক ভাবেই হিন্দু ধর্মের উপাসনা শুরু করেছি। এখন ভাবলে আফসোস হয় কীভাবে সারাটা জীবন শুধু বন্ধুবান্ধবের সঙ্গে আর নিজের ক্যারিয়ার গোছাতে নষ্ট করেছি। তবে আমি আশা করছি আর যে ক'বছর বাঁচব আমি খুব ধৈর্য্য নিয়ে ধর্ম চর্চা করে যাব।'
07 August 2010
হিন্দু ধর্মে দীক্ষিত হলেন জুলিয়া রবার্টস
হলিউড সুপারস্টার জুলিয়া রবার্টস ৪২ বছরে এসে পরিবর্তন করেছেন নিজের ধর্ম। হিন্দু ধর্মে ধর্মানতরিত হয়েছেন তিনি। কেননা তিনি মনে করেন, এতে তিনি বাকি জীবন শানত্দিতে কাটাতে পারবেন। ৪২ বছর বয়সী এ অভিনেত্রী জন্ম নিয়েছেন ব্যাপটিস্ট ও ক্যাথলিক ধর্মে দীক্ষিত এক দম্পতির ঘরে। ফলে ধর্ম নিয়ে কখনো কোনো আগ্রহ ছিল না তার। এ বছর তার ছবি 'ইট প্রে লাভ' করতে গিয়ে ভারতে যান তিনি। সেখানে গিয়ে হিন্দু ধর্মে দীক্ষিত হওয়ার অনুপ্রেরণা পান। আরো জানা যায়, আলোচিত এ অভিনেত্রী এখনই মন্দিরে যাওয়া শুরু করেছেন। সেখানে শুধু নিজেই যান না তার সঙ্গী হয় তার স্বামী ও তিন সনতান। জুলিয়া বলেন, 'আমি সত্যি করে বলছি আমি খুব আনত্দরিক ভাবেই হিন্দু ধর্মের উপাসনা শুরু করেছি। এখন ভাবলে আফসোস হয় কীভাবে সারাটা জীবন শুধু বন্ধুবান্ধবের সঙ্গে আর নিজের ক্যারিয়ার গোছাতে নষ্ট করেছি। তবে আমি আশা করছি আর যে ক'বছর বাঁচব আমি খুব ধৈর্য্য নিয়ে ধর্ম চর্চা করে যাব।'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment