24 September 2010

মোনালিসা নৃত্যপরিচালক

নাচের অনুষ্ঠান নির্মাণ করতে যাচ্ছেন মোনালিসা। মডেল ও অভিনয়শিল্পী মোনালিসা চার বছর বয়স থেকে নাচ শিখছেন। সাত বছর বয়সে তুরস্কে একটি নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এরপর নাচের অনেক অনুষ্ঠান করলেও মডেল হিসেবেই বেশি পরিচিতি পান। মোনালিসার মতে, ‘আজকাল ছোট পর্দায় নাচের অনুষ্ঠান সেভাবে দেখা যায় না বললেই চলে। আর ঈদের সময় দু-একটি অনুষ্ঠান দেখা গেলেও সেসব অনুষ্ঠানে বাজেট একটা বড় সমস্যা। তাই মানটাও হয় সে রকমই।’ নিজের নাচের অনুষ্ঠানটি নিয়ে মোনালিসা বললেন, ‘এ প্রজন্মের মডেল আর অভিনয়শিল্পীদের নিয়ে অন্য রকম একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছি। প্রত্যেকের জন্য আলাদা সেট তৈরি করব। মিউজিকে থাকবে নতুনত্ব।’ তিনি জানান, নাচের অনুষ্ঠানটি নিয়ে এরই মধ্যে টিভি চ্যানেলের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই অনুষ্ঠানটির কাজ শুরু করবেন তিনি।

No comments:

Post a Comment