র্যাম্প আঙিনার পরিচিত মুখ রুহি এখন নিয়মিত অভিনয় করছেন। শিগগিরই গিয়াসউদ্দিন সেলিমের 'অবগুণ্ঠন' নামের ২৬ পর্বের ধারাবাহিক নাটকে কাজ শুরু করবেন। মঞ্জু সরকারের উপন্যাস অবলম্বনে চ্যানেল আইয়ের জন্য এটি তৈরি হচ্ছে। এখানে রুহিকে দেখা যাবে গুলনাহারের ভূমিকায়। স্বামীহারা গুলবাহার তার ছোট দুই সন্তানকে নিয়ে সংগ্রাম করে যায় সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে। শিগগিরই নাটোরের একটি বাড়িতে এর চিত্রায়ন শুরু হবে। গত ৫ এপ্রিল থেকেই তাদের সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই বাড়ির কর্তা মারা যাওয়ায় কাজটা পিছিয়ে গেছে। 'মনপুরা'র পর গিয়াসউদ্দিন সেলিম নতুন কোনো ধারাবাহিকের কাজে নামলেন। তিনি বলেন, '৬০০-৭০০ বছর আগে বাঙালির সমাজ-সংস্কৃতি কেমন ছিল সেটাই তুলে ধরার চেষ্টা করছি এই ধারাবাহিকে।'
'অবগুণ্ঠন' নাটকে রুহির সহশিল্পীরা হলেন হুমায়ুন ফরীদি, চঞ্চল চৌধুরী এবং ইরেশ যাকের। এদিকে নোমান রবিনের 'চখম প্রেম' ধারাবাহিকেও অভিনয় করছেন রুহি।
No comments:
Post a Comment