17 January 2012

রেখার ‘উ লা লা’ নাচ

পুরো বলিউড মাত করার পর এবার ‘উ লা লা’ জ্বরে আক্রান্ত হলেন বলিউড ডিভা রেখা। তিনিও ‘ডার্টি পিকচার’র ডার্টি গার্লের মতো ‘উ লা লা’ ভঙ্গিতে নাচলেন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ‘স্ক্রিন অ্যাওয়ার্ড’র মঞ্চে যখন একসঙ্গে ‘ডার্টি গার্ল’ বিদ্যা বালান এবং তার অনুপ্রেরণা বলিউডের চিরসবুজ ডিভা রেখা মঞ্চে ওঠেন তখন কিছুতেই নিজেকে স্থির রাখতে পারেননি রেখা। যখন ‘ডার্টি পিকচার’ ছবির সেই আইকনিক গান অনুষ্ঠানে বাজানো হয়, তখনই নাচ শুরু করে দেন তিনি । ‘ডার্টি পিকচার’র প্রতি রেখার এই উৎসাহ অনেকটাই অবাক হয়ে গিয়েছিলেন বিদ্যা। তার অনুভূতি জানতে চাওয়া হলে বিদ্যা বলেন, আমি অভিভূত। আমার আদর্শ, আমার সবচেয়ে পছন্দের মানুষটি আমার কাজের প্রতি এতটা সম্মান জানাবেন তা ভাবতেও পারিনি। আজকে মনে হচ্ছে আমার ‘ডার্টি পিকচার’ সফল হয়েছে।

No comments:

Post a Comment