21 October 2012

প্রথম জুটিবদ্ধ হলেন মোনালিসা-তাহসান

বিগত পনেরো বছরেরও অধিক সময় ধরে একজন মডেল হিসেবে নিজের জনপ্রিয়তাকে নিজের কাজ দিয়েই ধরে রেখেছেন জনপ্রিয় মডেল মোনালিসা। পাশাপাশি এখন অভিনেত্রী হিসেবেও তিনি বেশ সমাদৃত। অন্যদিকে তাহসান একজন সংগীত শিল্পী হিসেবে শ্রোতা সমাদৃত হওয়ার পরই অভিনয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন। বিভিন্ন নাটকে মোনা ও তাহসান বিভিন্ন শিল্পীর জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেও তারা দুজন একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেননি। এবারই প্রথম মোনালিসা ও তাহসান একটি খন্ড নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করলেন। নাটকের নাম 'রিভিসন'। নাটকটি রচনা করেছেন ও পরিচালনা করেছেন সাফায়েত মনসুর রানা। এবারের ঈদে এনটিভিতে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে। তাহসানের সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করা প্রসঙ্গে মোনালিসা বলেন, 'তাহসান ভাইয়ের গান আমার প্রায়ই শুনা হয়ে থাকে। সত্যি বলতে কী তার গানের স্টাইল ভিন্নরকম। অভিনয় করতে এসে নতুন এক তাহসান ভাইকে খুঁজে পেলাম। অনেক ভালো অভিনয় করেন তিনি। আর নির্মাতা হিসেবে রানা ভাই অসাধারণ। অনেক গুছিয়ে কাজ করেন তিনি। ' তাহসান বলেন, ' এখনও আমি একজন পেশাদার অভিনেতা হতে পারিনি। কারণ গানেই এখনও স্বাচ্ছন্দ্য খুঁজে পাই আমি। মোনা অনেক ভালো একজন অভিনেত্রী। কাজটি করে বেশ ভালো লেগেছে।' ঈদ উপলক্ষ্যে তাহসান শিহাব শাহীনের নির্দেশনায় 'মনসুবা জংশন' নাটকে অভিনয় করেছেন। এই নাটকের গল্প ভাবনা শিহাব শাহীন ও মেজবাহউদ্দিন সুমনের। ঈদে এই নাটকটি এনটিভিতে প্রচার হবে।

No comments:

Post a Comment