12 April 2009

পহেলা বৈশাখে চ্যানেল আই'তে 'বৃষ্টি ভেজা আকাশ'

পহেলা বৈশাখে চ্যানেল আইয়ের আয়োজনের মধ্যে থাকছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'বৃষ্টি ভেজা আকাশ'-এর টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার। প্রচার হবে বেলা ২.৩৫ মিনিটে। ফেরদৌস, মৌসুমী ও শাকিল খান অভিনীত রোমান্টিক গল্পের এই ছবিটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। বাংলালিংক নিবেদিত ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি.। এ ছবিতে আরও অভিনয় করেছেন প্রবীর মিত্র, আফজাল শরীফ, খালেদা আক্তার কল্পনা প্রমুখ। ছবির গল্পে দেখা যাবে, এক ঝড়ের রাতে আকাশ ও বৃষ্টির পরিচয় হয়। প্রথম দেখাতেই তাদের ভালোলাগা এবং ভালোবাসার সূচনা হয়। এদিকে বৃষ্টির বাবা তার বিয়ে ঠিক করে সাগর নামের এক ডাক্তারের সঙ্গে। বৃষ্টি বিষয়টি জানতে পেরে তার বাবাকে তার ভালোবাসার কথা বলে এবং সে তাও জানিয়ে দেয় আকাশকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না। অবশেষে বিয়ের প্রস্তাব নিয়ে আকাশের বাড়িতে যায় বৃষ্টির বাবা। কিন্তু আকাশের বাবা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ছবির গল্প মোড় নেয় নতুনদিকে।

No comments:

Post a Comment