স্বপ্নপ্রিয় তারুণী স্বপ্নীল। ছোটবেলা থেকেই নানা স্বপ্নে বিভোর থেকে বেড়ে ওঠা তার। তারুণ্যে এসে সব স্বপ্ন স্থির হয় শোবিজ ঘিরে। আর তাইতো নাম লেখান এ মাধ্যমে। ২০০২ সালে ফুজি কালার ল্যাবের মডেল হওয়ার মধ্য দিয়ে স্বপ্নীলের মডেলিংয়ে যাত্রা শুরু। এরপর মডেল হন আর কে টাইলস ও টিআইআর মশার কয়েলের বিজ্ঞাপনচিত্রে। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত টেলিছবি 'অসহ্য সুখ' ও নাটক 'গণ্ডি'তে। ২০০৩ সালে এটিএন বাংলার টপ টেনের উপস্থাপনা করেন তিনি। এরপরের বছরই স্বপ্নীল জেমস সুমনের গানের মিউজিক ভিডিওতে মডেল হন। অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি গানের ভুবনেও দখল রয়েছে তার। ২০০৩ সালে ছয় বন্ধু মিলে বের করেছিলেন মিক্সড অ্যালবাম 'ইতি'। তবে অভিনয় আর মডেলিংয়ে মূলত ক্যারিয়ার গড়তে চান স্বপ্নীল। আর সেভাবেই পেঁৗছতে চান নিজের অভীষ্ট লক্ষ্যে।27 May 2009
অভিনয় আর মডেলিং নিয়ে স্বপ্নীল
স্বপ্নপ্রিয় তারুণী স্বপ্নীল। ছোটবেলা থেকেই নানা স্বপ্নে বিভোর থেকে বেড়ে ওঠা তার। তারুণ্যে এসে সব স্বপ্ন স্থির হয় শোবিজ ঘিরে। আর তাইতো নাম লেখান এ মাধ্যমে। ২০০২ সালে ফুজি কালার ল্যাবের মডেল হওয়ার মধ্য দিয়ে স্বপ্নীলের মডেলিংয়ে যাত্রা শুরু। এরপর মডেল হন আর কে টাইলস ও টিআইআর মশার কয়েলের বিজ্ঞাপনচিত্রে। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত টেলিছবি 'অসহ্য সুখ' ও নাটক 'গণ্ডি'তে। ২০০৩ সালে এটিএন বাংলার টপ টেনের উপস্থাপনা করেন তিনি। এরপরের বছরই স্বপ্নীল জেমস সুমনের গানের মিউজিক ভিডিওতে মডেল হন। অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি গানের ভুবনেও দখল রয়েছে তার। ২০০৩ সালে ছয় বন্ধু মিলে বের করেছিলেন মিক্সড অ্যালবাম 'ইতি'। তবে অভিনয় আর মডেলিংয়ে মূলত ক্যারিয়ার গড়তে চান স্বপ্নীল। আর সেভাবেই পেঁৗছতে চান নিজের অভীষ্ট লক্ষ্যে।
Labels:
Shopnil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment