25 May 2009

দর্শকপ্রিয় 'ইত্যাদি' ২৯শে মে


বিটিভি'র জনপ্রিয় অনুষ্ঠান 'ইত্যাদি'র পরবর্তী পর্ব প্রচার হবে আগামী ২৯শে মে রাত ৯টায়। 'ইত্যাদি'র প্রতিটি পর্বেই থাকে নিত্যনতুন বিষয়। মঞ্চ নির্মাণ থেকে শুরু করে অনুষ্ঠান ধারণের স্থান, শিল্পী নির্বাচন সবকিছুতেই থাকে চমক। প্রতিটি অনুষ্ঠানকেই মনে হয় নতুন আঙ্গিকের, নতুন বিষয়ের নুতন অনুষ্ঠান। সমপ্রতি 'ইত্যাদি' দেশের ঐতিহ্যবাহী স্থানগুলোতে মূল অনুষ্ঠানের ধারণ শুরু করেছে। যেমন গত অনুষ্ঠানটি ধারণ করা হয়েছিল লালবাগ ক্ল্লোয়। এরই ধারাবাহিকতায় এবারের অনুষ্ঠানটি ধারণ করা হয় আমাদের অতীত ঐতিহ্যের গৌরবময় স্থান কুমিল্লার শালবন বৌদ্ধবিহারে। দেশে নিয়মিত কোন অনুষ্ঠানের চিত্রায়ণ ঢাকার বাইরে উন্মুক্ত স্থানে এবারই প্রথম। প্রায় ৫,০০০ দর্শকের উপস্থিতিতে বৌদ্ধবিহারের উন্মুক্ত স্থানে বিশাল মঞ্চ তৈরি করে সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত একটানা ৭ ঘণ্টা এবারের 'ইত্যাদি'র ধারণ কাজ চলে। এবারের পর্বে নানান বিষয়ের সঙ্গে কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন রয়েছে। অনুষ্ঠানের বিভিন্ন প্রতিবেদন ধারণ করতে 'ইত্যাদি'র টিম বরাবরের মতো এবারও গিয়েছিল দেশের প্রত্যন্ত অঞ্চলে। স্বীকৃতি ও প্রচারের লোভে নয়_ নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে যারা কাজ করেন এমন প্রচারবিমুখ মানুষদের নিয়ে 'ইত্যাদি'র প্রতিটি অনুষ্ঠানেই থাকে চমৎকার সব হৃদয়ছোঁয়া প্রতিবেদন। এবারে শিক্ষার্থীদের জন্য নিবেদিতপ্রাণ কক্সবাজারের একজন আদর্শ শিক্ষক নুরুল ইসলামের ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। দেশ নিরক্ষরতামুক্ত হোক এই কামনা এবং প্রচেষ্টার সঙ্গে 'ইত্যাদি' সবসময়ই ছিল সহযাত্রী। বিবেকের তাড়নায় যারা দেশের নিভৃত স্থানে শিক্ষা বিস্তারের জন্য কাজ করে যাচ্ছেন তেমনি একজন যুবক টাঙ্গাইলের আকবর আলীর ওপর রয়েছে আর একটি প্রতিবেদন। এবারের 'ইত্যাদি'তে মূল গান রয়েছে একটি। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় আলী আকবর রুপুর সুরে গানটি গেয়েছেন সামিনা চৌধুরী ও বাপ্পা মজুমদার। বয়সের লুকোচুরি নিয়ে আর একটি বিষয়ভিত্তিক গান গেয়েছেন 'ইত্যাদি'র নিয়মিত শিল্পী নকুল কুমার বিশ্বাস। গত কয়েক পর্ব থেকেই 'ইত্যাদি'তে দর্শক পর্বের দর্শক নির্বাচনের জন্য অনুষ্ঠানের ইউনিট দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন কুইজের মাধ্যমে দর্শক নির্বাচন করেছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রাঙ্গামাটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রতিযোগী নির্বাচনের পর গত পর্বের দর্শক নির্বাচনের জন্য 'ইত্যাদি'র টিম গিয়েছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া। এবারে দর্শক নির্বাচন প্রক্রিয়ায়ও পরিবর্তন আনা হয়েছে। শালবন বৌদ্ধবিহারে কুমিল্ল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শকদের মধ্য থেকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৫ জন দর্শক নির্বাচন করা হয়েছে। দর্শক পর্বের জন্য এবারে আমন্ত্রণ জানানো হয়েছিল দেশের জনপ্রিয় নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামিম আরা নিপাকে। তাদের সঙ্গে ছিল একদল নৃত্যশিল্পী। তাদের পরিবেশিত চমৎকার একটি নান্দনিক নৃত্যের মাধ্যমে ৪টি সামাজিক সমস্যা ও বক্তব্য তুলে ধরা হয়েছে। এবারও যথারীতি বিজয়ীদের জন্য কম্পিউটার, বই, সেলাই মেশিনসহ বিভিন্ন পুরস্কার ছিল। এবারের 'ইত্যাদি'তেও দর্শকদের সামনে মুখোমুখি হবেন মামা-ভাগ্নে। তবে এবার ভাগ্নের ব্যবসা সফল হবে কিনা জানা যাবে ২৯শে মে 'ইত্যাদি' প্রচারের সময়। নাতি এবার মুক্ত, স্বাধীন, আসলে কি তাই? দেখা যাক নাতি এবার কি নিয়ে মাতামাতি করেন। এছাড়াও এবারের 'ইত্যাদি'তে বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বিভিন্ন নাট্যাংশ। পরিবারে অর্থনৈতিক মন্দার ছোঁয়া, কাঁচাবাজারে বক্তা, বাড়ি ভাড়ার নতুন নিয়ম, মাছ বিক্রেতার মাছের পরিচিতি, চ্যানেলগুলো সঙ্গে রাখার আকুতি, উঁচু ভবন ভীতি, বিজ্ঞাপনের বিভিন্ন ধরনসহ বিভিন্ন বিষয়ে আরও কয়েকটি নাট্যাংশ রয়েছে। প্রতিটি নাট্যাংশেই রয়েছে বিনোদনের পাশাপাশি আমাদের সামাজিক অসঙ্গতিকে ঘিরে তীব্র কটাক্ষপাত। এবারের 'ইত্যাদি'তে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন নাজমুল হুদা বাচ্চু, মহিউদ্দিন বাহার, চ্যালেঞ্জার, ফখরুল হাসান বৈরাগী, কামাল বায়েজীদ, সোলায়মান খোকা, কে.এস. ফিরোজ, সুভাশিস ভৌমিক, ফারুক আহমেদ, শবনম পারভীন, আফজাল শরীফ, আবদুল কাদের, নিপু, কাজী আসাদ, জিল্লুর রহমান, আমিন আজাদ, শামীম, টুটু, লাভলী ইয়াসমীন, খায়ের, জ্যোতির্ময়, মতি, তরু মোস্তফা, শাহজাহান, নজরুল, বিলু বড়ুয়া, রতন খান, রবিন, শ্রাবণ, শওকত, চান্নু, সুজাতসহ আরও অনেকে। 'ইত্যাদি'র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। 'ইত্যাদি' স্পন্সর করেছে কেয়া কসমেটিকস্ লিমিটেড।

No comments:

Post a Comment