15 April 2009

Début Album of Jewel Rana and Jhuma

প্রকাশ পেয়েছে ক্ষুদে গানরাজ জুয়েল রানা-ঝুমা'র অভিষেক অ্যালবাম


প্রকাশ পেয়েছে ক্ষুদে গানরাজ জুয়েল রানা এবং ঝুমা'র অভিষেক একক অ্যালবাম। সম্পূর্ণ মৌলিক গান দিয়ে সাজানো অ্যালবাম দু'টি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। এ উপলৰে গতকাল চ্যানেল আই স্টুডিওতে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। এতে জুয়েল রানা ও ঝুমা'র পাশাপাশি আরও উপস্থিত ছিলেন গানচিলের পৰ থেকে গীতিকার আসিফ ইকবাল, অ্যালবাম দুটির গীতিকার-সুরকার ফকির শাহাবুদ্দিন এবং পস্নাবন কোরেশী। অ্যালবাম দু'টি প্রসঙ্গে এর আয়োজক-সুরকার ও সংগীত পরিচালক ফকির শাহাবুদ্দিন বলেন, সত্যি বলতে অ্যালবাম দুটি তৈরির প্রাক্কালে একটু টেনশনে ছিলাম। কারণ আমরা সাধারণত যে ধরনের কথা এবং বিষয়ের গান নিয়ে কাজ করি সেসব গান এই ক্ষুদে গানরাজদের কণ্ঠে ঠিক মানানসই হবে না। ফলে আমি সাহায্য নিয়েছি গীতিকার পস্নাবন কোরেশীর। অ্যালবাম দুটির প্রায় সবক'টি গানই নতুন করে লেখা হয়েছে এ দু'জনের কণ্ঠ এবং বয়সটাকে বিচার করে। আশা করি, অ্যালবামের গানগুলো আপনাদের ভাল লাগবে। অন্যদিকে প্রথম একক প্রকাশের বিষয়ে দেশের প্রথম ক্ষুদে গানরাজ সংশিস্নষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, চেষ্টা করেছি স্যারদের (সুরকার-গীতিকার) কথা মতো গান গাইতে। আশা করি, আপনাদের মন জয় করতে পারবো আবারও। আমার জন্য দোয়া করবেন। এরপর উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন অ্যালবাম সংশিস্নষ্টরা। যাতে ওঠে আসে এত তাড়াহুড়ো করে অ্যালবাম প্রকাশের কারণ, অনুষ্ঠান আর অ্যালবাম প্রকাশের ডামাডোলে জুয়েল রানা ও ঝুমা'র পড়াশোনার ব্যাঘাতের বিষয় এবং শিশু শিল্পীর অ্যালবাম হয়েও শিশুতোষ গান না থাকার কারণসহ বিভিন্ন বিষয়। জমজমাট এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সমপ্রচার করা হয় চ্যানেল আই-এর নিয়মিত সরাসরি অনুষ্ঠান 'সিটিসেল তারকা কথন' এর মাধ্যমে। এদিকে প্রকাশিত এ অ্যালবাম দুটির মধ্যে স্থান পেয়েছে ১০টি করে মোট ২০টি ফোক গান। যার সিংহভাগই মৌলিক কথা ও সুরে সাজানো। যা এখন সর্বত্র পাওয়া যাচ্ছে।

No comments:

Post a Comment