এখন থেকে দেশের কোন কণ্ঠ শিল্পী, যন্ত্রী, সুরকার, গীতিকার এবং সংগীত সংশিস্নষ্ট কাউকে বিনা চিকিৎসায়, অনাহারে কিংবা দারিদ্র্যের দোহাই নিয়ে দুস্থ হয়ে মরতে দেবো না। সংগীত সংশ্লিষ্টদের যে কোন বিপদ-আপদে পাশে থাকবে বসুধা-আর্ব। কথাগুলো বললেন আসিফ আকবর। এর পর পার্থ বড়ুয়া খানিকটা ক্ষমা চেয়ে মনে জমা এক ধরনের ক্ষোভ প্রকাশ করেই বললেন, আমাদের এখানে বেশ ক'বছর ধরে শিল্পীরা প্রযোজনার সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে। এটা আমাদের জন্য মানে শিল্পী-কুশলীদের জন্য অনেক বড় সুখের খবর। কারণ শিল্পীরাই তো শিল্প এবং শিল্পীর সঠিক মূল্যায়ন করতে পারবে। হতাশার বিষয় হচ্ছে বিগত অভিজ্ঞতায় আমাদের প্রযোজক শিল্পীরা তাদের কথা রাখতে পারেন নি। উল্টো তাদের ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেছে কিংবা বন্ধ হবার পথে। তাই বসুধা-আর্ব তথা আসিফের কাছে প্রত্যাশা অতীতের এ বিষয়টি মাথায় নিয়ে সে তার যাত্রা শুরু করবে। তবে সব শেষে আইয়ুব বাচ্চু সুবীর নন্দীকে সঙ্গে নিয়ে গিটার আর গলার অনন্য যুগলবন্দি পরিবেশনের আগে বললেন, গুণীরা অভিমানী। এটা চিরন্তন সত্য। আবার আমরা অনেকেই আছি প্রযোজকদের কাছে ধরনা দিতে পারি না, অফিসে গিয়ে বলতে পারি না ভাই আমি এটা করেছি কিংবা এটা করতে চাই। আমার আস্থা বসুধা-আর্ব সেই মানুষগুলোর খোঁজ নেবে। নতুনদের পাশাপাশি পুরনোদেরও মূল্যায়ন করবে। এ তিন জনের লাইভ পারফর্মেন্স আর গুরুত্বপূর্ণ প্রত্যাশা এবং প্রতিশ্রুতির আলাপের ফাঁকে আরও অনেকে অনেক শুভেচ্ছা, সাধুবাদ আর গানে গানে মাতিয়েছেন আমন্ত্রিতরা। নতুন প্রযোজনা প্রতিষ্ঠান বসুধা-আর্ব এন্টারটেইনমেন্ট লি.-এর অভিষেক অনুষ্ঠান হিসেবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় নিকট অতীতের সর্বাধিক জমকালো তারকাপূর্ণ এ অনুষ্ঠানের। সন্ধ্যা ছ'টায় অনুষ্ঠান শুরু হয়ে যা শেষ হয়েছে রাত এগারোটায়। টানা পাঁচ ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপ গুরু আজম খান, সুবীর নন্দী, আলাউদ্দীন আলী, আইয়ুব বাচ্চু, শহীদুল্লাহ ফরায়জী, এন্ড্রু কিশোর, ফাহমিদা নবী, শাম্মী আখতার, কুমার বিশ্বজিৎ, রিজিয়া পারভীন প্রমুখ। ক্লোজআপ ওয়ান তারকাসহ সংগীত সংশ্লিষ্ট সর্বস্তরের, সব বিভাগের বেশির ভাগ মানুষের প্রাণবন্ত উপস্থিতি ছিল এই অনুষ্ঠানে। এর আগে দেবাশীষ বিশ্বাস আর নওশীনের উপস্থাপনায় অনুষ্ঠানে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন বসুধা-আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান আবদুল জব্বার খান, ব্যবস্থাপনা পরিচালক আসিফ আকবর, প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদসহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক বক্তব্য শেষে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসুস্থ বাউল শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে নগদ ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। যা উপস্থিত সবার কাছে অনেক প্রশংসনীয় উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে। এরপর প্রযোজনা প্রতিষ্ঠানটির উদ্বোধনী দিনে দু'টি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয় উপস্থিত প্রায় সব শিল্পী কলাকুশলীর উপস্থিতিতে। অ্যালবাম দু'টির একটি আসিফের 'দরদীয়ারে', অন্যটি পলাশের 'বৃষ্টি তোমাকে চাই।' অনুষ্ঠানের মধ্য সময়ে এসে আবীদ ও পুতুলের প্রাণবন্ত উপস্থাপনায় চলে শিল্পীদের শুভেচ্ছা প্রদান আর সংগীত পরিবেশনের পালা। যার শুরুটা হয় আসিফের 'বেশ বেশ বেশ সাবাস বংলাদেশ' দিয়ে আর শেষটা হয় সুবীর নন্দী ও আইয়ুব বাচ্চুর অনন্য যুগলবন্দি দিয়ে।
06 June 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment