শাকিলা জাফরকে অতিথি করে দ্বিতীয়বারের মতো উপস্থাপকের আসনে বসছেন বাপ্পা মজুমদার। এর আগে তিনি চ্যানেল ওয়ানে একটি অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক ছিলেন। সেটি বন্ধ হওয়ার লম্বা বিরতির পর এবার তিনি এটিএন বাংলার নতুন মিউজিক্যাল শো 'গানে গানে গল্প' অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক হিসেবে কাজ শুরু করেছেন। যা আগামী ৮ই জুন থেকে রাত ৮টা ৪৫ মিনিটে সমপ্রচার শুরু হওয়ার কথা রয়েছে। পাক্ষিকভাবে তৈরি এ অনুষ্ঠানটি পরিচালনা করছেন রুমানা আফরোজ। অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হচ্ছে দেশের প্রথিতযশা একজন সংগীত শিল্পীকে নিয়ে। শিল্পীর সংক্ষিপ্ত পরিচিতি এবং সংগীত জীবনের নানা পর্যায় নিয়ে আলোচনা থাকবে এখানে। শিল্পী সম্পর্কে বলবেন তার ঘনিষ্ঠজন, সুরকার এবং গীতিকারসহ ভক্তবৃন্দ। আড্ডার ফাঁকে ফাঁকে জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন শিল্পী। ইতিমধ্যে অনুষ্ঠানের দুটি পর্ব ধারণ করা হয়েছে এটিএন বাংলা'র বসুন্ধরা স্টুডিওতে। ৮ই জুন অনুষ্ঠানের প্রথম পর্বের আমন্ত্রিত অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিলা জাফর। সমপ্রতি এই জনপ্রিয় শিল্পী তার সংগীত জীবনের ৩০ বছর পূর্ণ করেছেন। শাকিলা জাফর এ অনুষ্ঠানে দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা তুলে ধরবেন। বলবেন অনেক অজানা কথা।
07 June 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment