10 June 2009

ফাহমিদা-সামিনা'র প্রথম দ্বৈত অ্যালবাম

সংগীতের দীর্ঘ পথ আর সফলতার অনেক চড়াই-উৎরাই পেরম্ননো দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। জাদুকণ্ঠী এই দুই বোন টেলিভিশনের জন্য বিভিন্ন সময়ে দ্বৈতভাবে একাধিক গানে কণ্ঠ দিলেও একসঙ্গে অ্যালবাম করা হয়নি তাদের। প্রযোজক-শ্রোতাদের ব্যাপক আগ্রহ থাকা সত্ত্বেও কেউ এ দু' বোনকে ব্যাটে-বলে মিলাতে পারেনি এ পর্যন্ত। তবে এবার সেই ঘটনাটাই ঘটছে, যা শুদ্ধ আধুনিক বাংলা গানের শ্রোতাদের জন্য বেশ ভাল একটি সংবাদ। তবে মজার তথ্য হচ্ছে, দুই বোন নিজস্ব উদ্যোগে এ অ্যালবামটি তৈরি করছেন। সামিনা চৌধুরীর অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড মিউজিকের অর্থায়নে নির্মাণ চলতি এ অ্যালবামের সংগীত পরিচালনা করছেন যৌথভাবে প্রিন্স মাহমুদ এবং বাপ্পা মজুমদার - এমনটিই জানালেন সামিনা চৌধুরী। তিনি আরও জানান, নিজেদের কাজ নিজেরা করা অনেক ভাল। তাছাড়া প্রিন্স-বাপ্পা'রা তো থাকছেই। তাছাড়া এ অ্যালবামে আমরা নতুন করে তৈরি করছি দু'বোনের গাওয়া চারটি জনপ্রিয় গান। যেগুলো বিভিন্ন সময়ে টিভিতে প্রচার হয়েছে। যেমন পুরনো গানের মধ্যে রয়েছে তোমারই নাম শুভ্র কপোত, আমার সকল সুখে বুবু, চিকিচিতা এবং নাচ কন্যা। এছাড়াও অ্যালবামে থাকছে আমাদের চার ভাই বোনের একটি যৌথ গান, মোট ১২টি গানের মধ্যে বাকি ছয়টি গান থাকবে তিনটি করে দু'বোনের একক কন্ঠে। জানা যায়, এরই মধ্যে অ্যালবামটির সংগীতায়োজনের কাজ শুরু হয়েছে। শিগগিরই শুরু হবে ভয়েস রেকর্ডিং এর কাজ। যা আসন্ন ঈদে প্রকাশ করার ভাবনা রয়েছে ওয়ার্ল্ড মিউজিকের ব্যানারে। শুধু তাই নয়, এই অ্যালবামের গানগুলোর নতুন মিউজিক ভিডিও নির্মাণ করবেন সামিনা চৌধুরী। এ অ্যালবাম প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, মানুষ তো আমাদের দু'বোনকে পাগল করে দিলো। অ্যালবাম না করে উপায় কি! এটা অবশ্যই ভাল লাগার ব্যাপার। এতে করে আমাদের দু'বোনের পুরনো গানগুলো নতুন করে প্রাণ পাবে। আশা করছি, শ্রোতাদের ভাল লাগবে।

No comments:

Post a Comment