খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নাটক-চলচ্চিত্রে কাজ করলেও এতদিন তার কোন বিজ্ঞাপনচিত্রে কাজ করা হয়ে ওঠেনি জয়া আহসানের। এই প্রথম তিনি তা করলেন। সমপ্রতি ফারুকী স্যান্ডালিনা বিউটি সোপের একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। আর এতে মডেল হয়েছেন জয়া। বিজ্ঞাপনটি দুর্দান্ত হয়েছে বলে জয়া অভিমত পোষণ করেন। তিনি বলেন, এক কথায় অসাধারণ একটি বিজ্ঞাপন হয়েছে এটি। আর ফারুকী ভাইয়ের নির্মাণ মানেই তো ভিন্নতা আর বৈচিত্র্যে ভরপুর। বিজ্ঞাপনচিত্রটিতে পৌরাণিককাল থেকে বর্তমান সময়ের নানা রূপে দেখা যাবে জয়াকে। উল্লেখ্য, মানিকগঞ্জের বিভিন্ন স্থানে শুটিং হয়েছে বিজ্ঞাপনচিত্রটির।11 June 2009
জয়া-ফারুকী এই প্রথম
খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নাটক-চলচ্চিত্রে কাজ করলেও এতদিন তার কোন বিজ্ঞাপনচিত্রে কাজ করা হয়ে ওঠেনি জয়া আহসানের। এই প্রথম তিনি তা করলেন। সমপ্রতি ফারুকী স্যান্ডালিনা বিউটি সোপের একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। আর এতে মডেল হয়েছেন জয়া। বিজ্ঞাপনটি দুর্দান্ত হয়েছে বলে জয়া অভিমত পোষণ করেন। তিনি বলেন, এক কথায় অসাধারণ একটি বিজ্ঞাপন হয়েছে এটি। আর ফারুকী ভাইয়ের নির্মাণ মানেই তো ভিন্নতা আর বৈচিত্র্যে ভরপুর। বিজ্ঞাপনচিত্রটিতে পৌরাণিককাল থেকে বর্তমান সময়ের নানা রূপে দেখা যাবে জয়াকে। উল্লেখ্য, মানিকগঞ্জের বিভিন্ন স্থানে শুটিং হয়েছে বিজ্ঞাপনচিত্রটির।
Labels:
Advertisement,
Joya,
Joya Ahsan,
Mostafa Sarwar Faruki
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment