13 June 2009

'বল্ না তুই বল্ না' পাইরেসি হলেও খুশি হৃদয় খান

নিজের কণ্ঠে 'চাই না মেয়ে তুমি' আর পারভেজের কণ্ঠে 'যাবি যদি' গান দু'টির অনন্য জনপ্রিয়তার মধ্য দিয়ে গেল প্রায় এক বছর আলোচনায় ছিলেন হৃদয় খান। হাবিব, অর্ণব, ফুয়াদ, বালামের পর সংগীতে আরও একটি মেধাবী নাম যোগ হয় হৃদয় খানের মধ্য দিয়ে। এর পর অল্প সময়ে জনপ্রিয়তার কাঁধে ভর করে হৃদয় খান বাজারে প্রকাশ করেন ডলি সান্তনীর রিমেক অ্যালবাম 'বনমালী' এবং পারভেজের প্রথম একক 'পথ'। এ দু'টি অ্যালবাম হৃদয় খানের সম্ভাবনার বিপরীতে খুব একটা সাড়া না ফেলতে পারলেও মানের ব্যাপারে মন্দ হয়নি হৃদয়ের সুর-সংগীত। তবে আস্ত এই অ্যালবাম দু'টি দিয়ে প্রত্যাশার বিপরীতে সাড়া না জাগালেও নতুন করে খানিকটা লাইম লাইটের নিচে পড়েছেন হৃদয়। এফএম রেডিওতে বহুল প্রচারিত এবং সেই সুবাদে বাজার জুড়ে পাইরেসি হওয়া তার 'বল্ না তুই বল্ না' শিরোনামের গানটি ভালোই দাবড়ে বেড়াচ্ছে শ্রোতাদের শ্রুতি তেষ্টা মেটাতে। মজার তথ্য হচ্ছে এই পাইরেসি নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন এর জনক হৃদয় খান। উল্টো মনে মনে এই পাইরেসিটাকে উপভোগ করছেন। হৃদয় বলেন, একটা গানই তো! ব্যাপার না। তাছাড়া এই যামানায় পাইরেসি নিয়ে এত উদ্বিগ্ন হয়ে এনার্জি খরচ করার কোন মানে নেই। আমি এটাকে অ্যালবাম প্রচারণার ভালো একটি অংশ হিসেবে দেখছি। আমি কষ্ট পাবো তখন যখন দেখবো অ্যালবামটা প্রকাশের পর সেটি পুরোটাই পাইরেসি হচ্ছে। সে ব্যাপারে আমি এবং প্রযোজনা প্রতিষ্ঠান অনেক সচেতন থাকবো। এদিকে এরই মধ্যে হৃদয় খান তার অভিষেক অ্যালবামের কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। অ্যালবামের নাম রেখেছেন পাইরেসি হওয়া গানের নামে নাম 'বল্ না'। অ্যালবামে গান থাকছে ৯টি। নিজের সুর-সংগীত তার কণ্ঠে থাকছে এ গানগুলো। যেগুলো লিখেছেন তানি, রাজীব এবং গুঞ্জন চৌধুরী। অ্যালবামের গানের শিরোনামগুলো এমন, বিদায় বলেছি বন্ধু, বল্ না তুই বল্ না, চাই না মেয়ে প্রভৃতি। এর মধ্যে জনপ্রিয় 'চাই না মেয়ে' গানটিকে আরেকটি নতুন ভার্সনে তুলে ধরা হবে এ অ্যালবামে। অ্যালবামটি প্রকাশ পাচ্ছে আগামী মাসের মাঝামাঝি সময়ে আসন্ন রোজার ঈদকে সামনে রেখে।

No comments:

Post a Comment