14 June 2009

চন্দনা মজুমদারের অ্যালবাম আসছে

‘মনপুরা’ ছবির আলোচিত গান ‘যাও পাখি বলো তারে’- এর শিল্পী চন্দনা মজুমদারের নতুন অ্যালবাম আসছে পহেলা বৈশাখে। অ্যালবামের নাম ‘বন্ধু দয়াময়’। এটির প্রকাশক সঙ্গীতা, জানিয়েছেন চন্দনা নিজেই।নিজের নতুন অ্যালবামের গান সম্পর্কে জানতে চাইলে গ্লিটজকে শিল্পী বলেন, “আমাদের প্রখ্যাত গায়ক- রাধা রমণ, জালাল খাঁ, শাহ আবদুল করিম, শচীন দেব বর্মণ এবং দেলোয়ার আরজুর গান আমি এখানে গেয়েছি।”তিনি আরো জানান, এই অ্যালবামের সবগুলো গানই লোক সঙ্গীতের।অ্যালবামে গান থাকছে ১০টি। গানগুলো হলো- ‘বন্ধু দয়াময়’, ‘কেন গড়াই কাঁদিতেছ’, ‘যত দুঃখ দিলে বন্ধু রে’, ‘দিয়ে সুখের হাসি তোমায় ভালোবাসি’, ‘গেলাম রে ভাটির গাঙ বাইয়া’, ‘পাখি কথা কয় না’, ‘আমার দেহ মাটির গড়া’, ‘আমি কলের গাড়ি’, ‘তুই আমারে করলি পাষাণ’ এবং ‘বহু দিনের পিরিত গো বন্ধু’।অ্যালবাম সম্পর্কে নিজের অনুভূতি জানাতে গিয়ে ছায়নটের লোক সঙ্গীত বিভাগের শিক্ষক চন্দনা গ্লিটজকে বলেন, “এই অ্যালবামে প্রধানত বিচ্ছেদের গান গাওয়া হয়েছে। গানগুলো শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।”‘বন্ধু দয়াময়’ শিল্পীর ২৮তম অ্যালবাম।

No comments:

Post a Comment