15 June 2009

স্টার সিনেপেস্নক্সে 'পিংক প্যান্থার টু' বাংলাদেশে ঐশ্বর্য রাই

ভারতের রাষ্ট্র্রীয় পুরস্কার 'পদ্মশ্রী' খেতাবে সম্মানিত, সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন প্রথমবারের মতো অভিনয় করেছেন হলিউডের ছবিতে। হ্যারল্ড জোয়ার্ট পরিচালিত 'পিংক প্যান্থার টু' নামের এই ছবিটি শিগগিরই ঐশ্বর্য ভক্তদের মনোরঞ্জনের জন্য বাংলাদেশে হাজির হচ্ছে। বসুন্ধরা সিটির স্টার সিনেপেস্নক্সে আগামী ২৬ শে জুন থেকে প্রদর্শিত হতে যাচ্ছে ঐশ্বর্য'র প্রথম হলিউডি ছবি পিংক প্যান্থার টু। ঐশ্বর্য এর আগে অবশ্য ভারতের বাইরে বেশ ক'টি ছবিতে অভিনয় করেছিলেন। 'ব্রাইড এন্ড প্রেজুডিস', 'প্রোভোকড', 'দ্য লাস্ট লিজিওন'- ঐশ্বর্য অভিনীত এই ছবি তিনটিই ছিল ব্রিটিশ অর্থায়নে নির্মিত। 'পিংক প্যান্থার টু' ২০০৬ সালের জনপ্রিয় ছবি 'পিংক প্যান্থার'-এর সিকু্যয়াল। স্টিভ মার্টিনের কমেডি'র ভক্ত-দর্শকরা নতুন ছবিতেও হতাশ হবেন না। কমেডির সঙ্গে হালকা চালের রহস্যের বুনন-দর্শকদের ভালো লাগতে বাধ্য করবে। ছবির গল্পের ধরন-ধারণ অনেকটা বলিউডে'র 'ধুম' সিরিজের মতো। চোরদের নিয়ে কাহিনী। বিখ্যাত চোর টর্নেডো একের পর এক বিশ্বের নামীদামি শিল্পকর্ম চুরি করতে থাকে। কোন দেশের পুলিশই তার টিকি ছুঁতে পারে না। তাকে ধরতে বিভিন্ন দেশের গোয়েন্দাদের দল তৈরি করা হয়, যার নেতৃত্বে রয়েছেন ফরাসি ইন্সপেক্টর ক্লুজোঁ (স্টিভ মার্টিন); যিনি ঠিকঠাক ভাবে কোন কাজই গুছিয়ে করে উঠতে পারেন না। তার একের পর এক বেচালেই হাতছাড়া হয়ে যায় টর্নেডো'কে পাকড়াও করার সুযোগ। এই গোয়েন্দা দলেরই সদস্য সোনিয়া (ঐশ্বর্য); যিনি সর্বাধিক বিক্রীত গোয়েন্দা গল্প সিরিজের লেখিকা হওয়ার সুবাদে ঠাঁই পেয়েছেন এই দলে। অন্য সদস্যরা কেউ ইতালিয়ান, কেউবা ব্রিটিশ। এরই মধ্যে চুরি যায় বিখ্যাত হীরা, পিংক প্যান্থার। আর তার কিছুদিনের মধ্যেই খুন হয় টর্নেডো। তা হলে কি সেই খুনিই চুরি করেছিল পিংক প্যান্থার? নাকি অন্য কেউ? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ছবির শেষ ভাগ দেখতে হবে। স্টিভ মার্টিন, ঐশ্বর্য ছাড়াও জন ক্লিজ, অ্যান্ডি গার্সিয়া চুটিয়ে অভিনয় করেছেন এই সিকু্যয়ালে।

No comments:

Post a Comment