সময়ের ব্যস্ত তারকা মোনালিসার ব্যাটে-বলে মিলছে না। স্ক্রিপ্ট পছন্দ হয়তো নির্মাতা পছন্দ হয় না। আবার নির্মাতা পছন্দ হলে হয়তো স্ক্রিপ্ট পছন্দ হয় না। এ কারণে ব্যাটে-বলে না মিলায় বিজ্ঞাপনের কাজ করা হয়ে উঠছে না তার। তিনি জানান, এ সমস্যার কারণে তিনি বিজ্ঞাপন করতে পারছেন না। তবে পছন্দমতো হলে তিনি বিজ্ঞাপনের কাজ করবেন বলে জানিয়েছেন। তাহলে তিনি কি করছেন এ সময়ে? মোনালিসার কাছ থেকে জানা গেল তিনি এখন নাটকের কাজ নিয়ে ব্যস্ত। শুটিংয়ে ব্যস্ত আগুন আহমেদের কাহিনী ও পরিচালনায় নাটক 'দুই পক্ষ' নিয়ে। শুটিংয়ের ফাঁকে তার সঙ্গে কথা হলো। মোনালিসা নাটকের কাহিনী সম্পর্কে বলেন, দুই বাড়ির গৃহকর্তা একে অপরকে দেখতে পারেন না। এই দুই বাড়ির ছেলে ও মেয়ে একে অপরকে ভালবাসে। তাদের ভালবাসার প্রতিকূলতা নিয়ে গড়ে উঠেছে নাটকের কাহিনী। এছাড়া তার অভিনয়ে নাটকের শুটিং চলছে এনটিভিতে প্রচার চলতি সালাউদ্দিন লাভলুর 'বাড়ি বাড়ি সারি সারি' এবং 'গরিবের কপালে শান্তি নাই'-এর। এর বাইরে চ্যানেল আই'তে প্রচারিত হচ্ছে দীপঙ্কর দীপন ও তুহিন আহমেদের 'নাইন মান্থস ইন ব্রিকলেন' ও দিগন্ত টিভিতে 'শেষ কথা' নাটকের। অনেক দিন ধরে তাকে কোন নাচের অনুষ্ঠানে দেখা যাচ্ছে না - এ প্রশ্নের উত্তরে মোনালিসা বলেন, পছন্দমতো কোন নাচের অনুষ্ঠান না হওয়ায় স্টেজে নাচের পারফর্ম করা হয়ে উঠছে না। ছোট পর্দার অনেকে বড় পর্দায় কাজ শুরু করেছে। এ মাধ্যমে কাজ করবেন কিনা এর উত্তরে তিনি বলেন, অনেক সুযোগ পেলেও বড় পর্দায় অভিনয় করিনি, আপাতত কোন ইচ্ছাও নেই।22 June 2009
মোনালিসা'র ব্যাটে-বলে মিলছে না
সময়ের ব্যস্ত তারকা মোনালিসার ব্যাটে-বলে মিলছে না। স্ক্রিপ্ট পছন্দ হয়তো নির্মাতা পছন্দ হয় না। আবার নির্মাতা পছন্দ হলে হয়তো স্ক্রিপ্ট পছন্দ হয় না। এ কারণে ব্যাটে-বলে না মিলায় বিজ্ঞাপনের কাজ করা হয়ে উঠছে না তার। তিনি জানান, এ সমস্যার কারণে তিনি বিজ্ঞাপন করতে পারছেন না। তবে পছন্দমতো হলে তিনি বিজ্ঞাপনের কাজ করবেন বলে জানিয়েছেন। তাহলে তিনি কি করছেন এ সময়ে? মোনালিসার কাছ থেকে জানা গেল তিনি এখন নাটকের কাজ নিয়ে ব্যস্ত। শুটিংয়ে ব্যস্ত আগুন আহমেদের কাহিনী ও পরিচালনায় নাটক 'দুই পক্ষ' নিয়ে। শুটিংয়ের ফাঁকে তার সঙ্গে কথা হলো। মোনালিসা নাটকের কাহিনী সম্পর্কে বলেন, দুই বাড়ির গৃহকর্তা একে অপরকে দেখতে পারেন না। এই দুই বাড়ির ছেলে ও মেয়ে একে অপরকে ভালবাসে। তাদের ভালবাসার প্রতিকূলতা নিয়ে গড়ে উঠেছে নাটকের কাহিনী। এছাড়া তার অভিনয়ে নাটকের শুটিং চলছে এনটিভিতে প্রচার চলতি সালাউদ্দিন লাভলুর 'বাড়ি বাড়ি সারি সারি' এবং 'গরিবের কপালে শান্তি নাই'-এর। এর বাইরে চ্যানেল আই'তে প্রচারিত হচ্ছে দীপঙ্কর দীপন ও তুহিন আহমেদের 'নাইন মান্থস ইন ব্রিকলেন' ও দিগন্ত টিভিতে 'শেষ কথা' নাটকের। অনেক দিন ধরে তাকে কোন নাচের অনুষ্ঠানে দেখা যাচ্ছে না - এ প্রশ্নের উত্তরে মোনালিসা বলেন, পছন্দমতো কোন নাচের অনুষ্ঠান না হওয়ায় স্টেজে নাচের পারফর্ম করা হয়ে উঠছে না। ছোট পর্দার অনেকে বড় পর্দায় কাজ শুরু করেছে। এ মাধ্যমে কাজ করবেন কিনা এর উত্তরে তিনি বলেন, অনেক সুযোগ পেলেও বড় পর্দায় অভিনয় করিনি, আপাতত কোন ইচ্ছাও নেই।
Labels:
Monalisa
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment