দারুণ ব্যস্ত আবুল হায়াত। ৬৪ বছর বয়সেও নবীন তিনি। ব্যস্ততাকে সঙ্গী করে পথ চলছেন বেশ গতি নিয়ে। কর্মজীবন থেকে অবসর নিলেও ব্যাপকভাবে ব্যস্ত হয়ে পড়েছেন মিডিয়ায়। সকাল-সন্ধ্যাই ব্যস্ত নাটকের শুটিংয়ে। চলচ্চিত্রেও নিয়মিত সময় দিচ্ছেন। সময় দিচ্ছেন মডেলিংয়েও। কিছুদিন আগেও নাটক পরিচালনায় সময় দিলেও বর্তমানে তিনি অভিনয়কেই গুরুত্ব দিচ্ছেন। আর এজন্য আপাতত নাটক পরিচালনা করছেন না। মিডিয়ায় চাহিদাসম্পন্ন তারকাদের অনেকেই যেখানে ক্লান্ত হয়ে অবসর খোঁজেন সেখানে তার পছন্দ আরও ব্যস্ততা। যেন তরুণের চাইতেও তরুণ তিনি। তিনি কি ক্লান্ত হন না? আবুল হায়াত বললেন, ক্লান্ত তো আমি হই, কিন্তু অভিনয়কে আমি আমার মজ্জাগত করে নিয়েছি। এজন্য ক্ল্লান্তি লাগলেও অভিনয় কখনও থামিয়ে দেইনি কোন মুহূর্তের জন্য। সকালে উত্তরা, বিকালে পূবাইল, গভীর রাতে বাড়ি ফিরে বিছানায় গা এলিয়ে দিয়ে পরবর্তী দিনের জন্য অপেক্ষা। আবুল হায়াত ক্ষুব্ধ বর্তমান বাজেটের সংস্কৃতি খাতে বরাদ্দের পরিমাণ দেখে। তিনি বলেন, সংস্কৃতি হলো একটি দেশের মেরুদণ্ড। বর্তমান সরকারকে সংস্কৃতিবান্ধব মনে করা হলেও তারা সংস্কৃতি খাতে কম বরাদ্দ দিয়ে সংস্কৃতি কর্মর্ীদের প্রতি অবিচার করেছে। সংস্কৃতি খাতে অবশ্যই বরাদ্দ বাড়াতে হবে যদি এ মাধ্যমকে বাঁচাতে হয়। টিভি চ্যানেলগুলোতে একঘণ্টার নাটক কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এক পর্বের নাটকই মানুষের পুরোপুরি মানোরঞ্জন দিতে পারে। চ্যানেলগুলোতে এক পর্বের নাটক কমে যাওয়া আমাদের নাটকের জন্য ইতিবাচক নয়। এদিকে চলচ্চিত্র অঙ্গনে সুস্থতা ফিরে এসেছে বলে মনে করেন আবুল হায়াত। তিনি বলেন, একটা সময় মানুষ হলবিমুখ হয়ে গিয়েছিল। এখন তো অনেকে হলের দিকে যাচ্ছেন। এ মাধ্যমে এখন অশ্লীলতা নেই বলে তিনি মত ব্যক্ত করেন। নাটকে নতুনদের অংশগ্রহণ বাড়ানোর জন্য আহ্বান করেছেন আবুল হায়াত। এজন্য তিনি নাটক পরিচালক ও প্রযোজকদের আরও নতুন নতুন শিল্পীদের নাটকে সুযোগ করে দেয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে যারা কাজ করছেন তারা অনেক প্রতিভাবান। আমাদের সময়ে যারা এসেছিল তাদের অনেকেই এখানে এসে তারপর ধীরে ধীরে অভিনয়কে রপ্ত করেছে। কিন্তু বর্তমানের শিল্পীরা আগে থেকেই শিখে আসছে এবং খুব ভাল করছে। এফ জামান তাপসের পরিচালনায় 'অক্টোপাস' নাটকের শুটিংয়ের ফাঁকে তার সাথে কথা হচ্ছিল। কিছুদিন আগেও নিয়মিত নাটক পরিচালনায় থাকলেও বর্তমানে তার পরিচালনায় কোন নাটক আসছে না। এ সম্পর্কে তিনি বলেন, অভিনয়কেই এখন বেশি গুরুত্ব দিচ্ছি আমি। আবার শুরু করবো তবে কবে থেকে শুরু করবো এখন বলতে পারছি না। নাটকে বর্তমান ব্যস্ততা সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন টিভি চ্যানেলে আমার বেশ কয়েকটি নাটক চলছে। ঈদের জন্য 'পটল রাজা ফিল্মস্টার' নামে অনিমেষ আইচের একটি নাটকের শুটিংয়ের কাজ চলছে। চলচ্চিত্রেও নিয়মিত সময় দিচ্ছেন তিনি। সর্বশেষ মোস্তফা সরয়ার ফারুকীর 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' ছবির কাজ শেষ করেছেন। হাতে আরও কয়েকটি ছবির কাজ রয়েছে বলে জানিয়েছেন। তারকা পরিবার তার। দুই মেয়ে ও তাদের জামাইও নাটকে অভিনয় ও নাট্য পরিচালনায় জড়িত। তিনি জানান, শৈশব থেকে তাদের অভিনয়ে আসার জন্য উদ্বুদ্ধ করেছি। বুঝতে শেখার পর তারা নিজেরাই তাদের নিজেদের আসন করে নিয়েছে।
05 July 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment