'রঙ' নামে নতুন একটি মেগাসিরিয়ালে অভিনয় করছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার বাঁধন। এটি নির্মাণ করছেন মুস্তাফা কামাল রাজ। শুটিংবাড়ি তন্ময়-এ চলছে এই সিরিয়ালের শুটিং। এতে বাঁধনের সঙ্গে অভিনয় করছেন হাসান মাসুদ, চঞ্চল চৌধুরী, শখ, রহমত আলী, ওয়াহিদা মলি্লক জলি, স্বাধীন খসরুসহ অনেকেই। পরিচালক মুস্তাফা কামাল রাজ নিজেই লিখেছেন 'রঙ'-এর চিত্রনাট্য। বাঁধন বলেন, এটাই আমার শেষ কোন মেগাসিরিয়ালে কাজ করা। এরপর কোন মেগাসিরিয়ালে কাজ করবো না। তবে এই সিদ্ধান্তের কোন কারণ তিনি জানাননি।24 August 2009
বাঁধনের শেষ মেগাসিরিয়াল
'রঙ' নামে নতুন একটি মেগাসিরিয়ালে অভিনয় করছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার বাঁধন। এটি নির্মাণ করছেন মুস্তাফা কামাল রাজ। শুটিংবাড়ি তন্ময়-এ চলছে এই সিরিয়ালের শুটিং। এতে বাঁধনের সঙ্গে অভিনয় করছেন হাসান মাসুদ, চঞ্চল চৌধুরী, শখ, রহমত আলী, ওয়াহিদা মলি্লক জলি, স্বাধীন খসরুসহ অনেকেই। পরিচালক মুস্তাফা কামাল রাজ নিজেই লিখেছেন 'রঙ'-এর চিত্রনাট্য। বাঁধন বলেন, এটাই আমার শেষ কোন মেগাসিরিয়ালে কাজ করা। এরপর কোন মেগাসিরিয়ালে কাজ করবো না। তবে এই সিদ্ধান্তের কোন কারণ তিনি জানাননি।
Labels:
Badhon,
Lux-Channel i Super Star,
Model
Subscribe to:
Post Comments (Atom)
tumar sidhanta shathik hoini.karon ekjon ovinettrir ucit noi ovinoyer sojog ace emon bisoike NA bola.
ReplyDelete