19 October 2009

নকিয়া'র আয়োজনে বাংলাদেশে রিয়েলিটি শো'র নতুন অধ্যায় 'উত্তরাধিকার'

দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন আঙ্গিকের রিয়েলিটি শো 'উত্তরাধিকার'। যা বাংলাদেশের রিয়েলিটি শো কালচারে নতুন অধ্যায় যোগ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে আয়োজক প্রতিষ্ঠান নকিয়া বাংলাদেশ। এমন বার্তা প্রকাশের লক্ষ্যে আর এই রিয়েলিটি শো'র ধরন ও অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দিতে গতকাল হোটেল সোনারগাঁও-এর বলরুমে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যাতে উপস্থিত ছিলেন নকিয়া ইমার্জিং এশিয়ার জেনারেল ম্যানেজার প্রেম চাঁদ, নকিয়া ইমার্জিং এশিয়ার হেড অব মার্কেটিং নওফেল আনোয়ার, আয়োজনটির ক্রিয়েটিভ পার্টনার এশিয়াটিক জেডবি্লউটি-এর ব্যবস্থাপনা পরিচালক আলী যাকের, নির্মাণ ও ক্যামেরা প্রতিষ্ঠান পার্টনার হাফ স্টফ ডাউনের পরিচালক অমিতাভ রেজাসহ 'উত্তরাধিকার' সংশ্লি্লষ্ট আরও অনেকে। সংবাদ সম্মেলনের প্রথমে সুসজ্জিত সেটে জমিদার বাড়িক ফটকের সামনে এক এক করে পরিচয় করিয়ে দেয়া হয় 'উত্তরাধিকার'-এ ১০ তারকা অংশগ্রহণকারীকে। এদের মধ্যে রয়েছেন অভিনেত্রী ইলোরা গহর, মডেল ও অভিনেতা মনির খান শিমুল, ফটো সুন্দরী শানু, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, অভিনেতা তুষার খান, র্যাম্প মডেল ইমি, ব্ল্ল্যাক ব্যান্ডের ভোকাল জন, মডেল-চিত্রনায়ক ফারদিন খান এবং অভিনেত্রী লারা লোটাস। ব্যক্তিগত ব্যস্ততার কারণে এদিন অনুষ্ঠানের আরেকজন প্রতিযোগী চিত্রনায়িকা সিমলা উপস্থিত থাকতে পারেননি। সম্মেলনের পরিচয় পর্ব শেষে নকিয়া ইমার্জিং এশিয়ার কমিউনিকেশন ম্যানেজার মৌটুসী কবিরের প্রাঞ্জল সঞ্চালনায় 'উত্তরাধিকার' প্রসঙ্গে বিস্তারিত আলাপ করেন নওফেল আনোয়ার, আলী যাকের এবং অমিতাভ রেজা। বক্তাদের আলাপে জানা যায়, চলতি মাসের শেষ সপ্তাহের দিকে টাঙ্গাইলের বিখ্যাত জমিদার বাড়িতে অংশগ্রহণকারী ১০ তারকা প্রতিযোগী টানা দুই মাসের জন্য অবস্থান করবেন। আর তাদের সবার মাঝে শত বছরের সেই পুরনো জমিদার বাড়ির জমিদারের অদৃশ্য আত্মা থাকবে পরিদর্শক হিসেবে। জানা যায়, এ দুই মাসের প্রায় প্রতিদিনের ঘটনা সবার অলক্ষ্যে ধারণ করা হবে ক্যামেরায়। তুলে আনা হবে এই ১০ তারকার মধ্যে ঘটে যাওয়া নানা উত্তেজনা, উৎকণ্ঠা আর আনন্দময় মুহূর্তের কথা ও ছবি। যে চিত্রের মধ্য দিয়ে প্রকাশ পাবে পর্দার তারকাদের ব্যক্তিগত জীবনাচরণ। যেই জীবনাচরণের নানাবিধ পরীক্ষার মধ্য দিয়ে জমিদার সাহেব নির্বাচন করবেন তার জমিদারির একজন সেরা উত্তরাধিকার। দর্শকরা এই ভিন্ন ধারার রিয়েলিটি শোটি প্রতি সোম ও বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে উপভোগ করতে পারবেন চ্যানেল আই-এর পর্দায়। শুধু তাই নয়, দর্শকরাও এ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন পর্যায়ক্রমে। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে এই রিয়েলিটি শো'টিকে ঘিরে চমক তৈরি করা হবে আরও। যা বাংলাদেশের রিয়েলিটি শো কালচারে নতুন অধ্যায় সৃষ্টি করবে, তৈরি করবে তারকা ও সাধারণ দর্শকদের মধ্যে অনন্য যোগসূত্র। উল্লেখ্য, বাংলাদেশে এটি প্রথম হলেও অনেকটা একই ধাঁচের রিয়েলিটি শো এরই মধ্যে বিশ্বব্যাপী দারুণভাবে সাড়া ফেলেছিল লন্ডনের 'বিগ ব্রাদার' এবং ভারতের 'বিগ বস' অনুষ্ঠান দু'টির মাধ্যমে। নকিয়ার 'উত্তরাধিকার'ও তেমন সাড়া ফেলবে_ এমনটাই আশাবাদ আয়োজক ও অংশগ্রহণকারীদের মধ্যে।

No comments:

Post a Comment