23 December 2009

মা হচ্ছেন তনিমা হামিদ

নাট্যাভিনেত্রী তনিমা হামিদ অসুস্থতার কারণে বর্তমানে বিশ্রামে আছেন। শিগগিরই মা হচ্ছেন তিনি। আগামী বছরের মার্চ মাসে সময় নির্ধারণ করেছেন ডাক্তার। এ কারণেই তিনি বর্তমানে অভিনয়ে থকে কিছুটা দূরে সরে আছেন। ডাক্তারের দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ীই এখন বলছেন। এমন সুখবরে শামসুদ্দিন হায়দার ডালিমসহ দুই পরিবারের সকলেই খুব খুশি হয়েছেন।

তনিমা হামিদ অভিনীত খোঁজ নাটকটি নিয়মিত বাংলাভিশনে প্রচার হচ্ছে, রাজীবুল ইসলাম রাজীব ও সজল চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাজীবুল ইসাম রাজীব। এছাড়া সমরেশ মজুমদারের রচনা ও ম. হামিদের পরিচালনায় এটিএন বাংলায় প্রচার হচ্ছে নাটক দায়বন্ধন। এ নাটকে তনিমা হামিদ ছাড়াও আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ, শাহরিয়ার নাজিম জয়, আহসান হাবিব নাসিম, ঈশিতা, নাদিয়া আহমেদ, গোলাম ফরিদা ছন্দা, আবুল হায়াত, ম. হামিদ, দিতি, ডলি জহুর, আফজাল শরীফ প্রমুখ।

নতুন অতিথির আগমন সম্পর্কে জানতে চাইলে তনিমা বলেন, এমন সুখবরে সবারই ভাল লাগার কথা। ছেলে হোক কিংবা মেয়ে একটি সুস্থ বাচ্চাই আমার কাম্য। তবে ডালিম বলেন, আমি অবশ্য দু'টো প্ল্যান করেছি। এ প্ল্যান, বি. প্ল্যান, অর্থাৎ ছেলে হলে এক প্ল্যানে আর মেয়ে হলে আরেক প্ল্যানে গড়ে তুলব। তবে অবশ্যই সুস্থ বাচ্চা কামনা করি।

No comments:

Post a Comment