মানিকগঞ্জের মেয়ে সোমনূর মনির কোনাল হয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠের বিজয়ী। গতকাল রাতে রাজশাহী স্টেডিয়ামে সেরা সাত প্রতিযোগী রিপন, শাকিলা, কোনাল, তিথি, চৈতী, নদী এবং রাফসানকে নিয়ে অনুষ্ঠিত হয় চ্যানেল আই সেরাকণ্ঠ-২০০৯ এর মহা উৎসব। দর্শকদের এসএমএস ভোট আর বিচারকদের রায় নিয়ে বর্ণাঢ্য এই উৎসবে বিজয়ী হয়েছেন কোনাল। প্রথম রানারআপ হয়েছেন চৈতী এবং দ্বিতীয় রানার হয়েছেন মৌমিতা তাশরীন নদী।
বিজয়ী হিসেবে কোনাল পেয়েছেন চ্যানেল আইয়ের পক্ষ থেকে আট লাখ টাকা, ফলগু পলিমারের পক্ষ থেকে সঙ্গীতে উচ্চ শিক্ষার জন্য তিন লাখ টাকা-সহ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সৌজন্যে পাবেন আজীবন চিকিৎসা সেবার সুবিদা। এছাড়া প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানার চ্যানেল আইয়ের পক্ষ থেকে পেয়েছেন পাঁচ লাখ টাকা (চৈতী), এবং তিন লাখ টাকা (নদী)। ফলগু পলিমার তাদের দিয়েছে যথাক্রমে দুই লাখ এবং এক লাখ টাকা করে। তাদের জন্যও আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাবে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। এছাড়া সেরা সাত প্রতিযোগীর জন্য ইউসিবি'র সৌজন্যে রয়েছে এক লাখ টাকা করে, রাজশাহীর সিটি মেয়র খায়রুজ্জামান লিটন দিয়েছেন ২৫ হাজার টাকা করে। এছাড়া তারা পেয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো অনেক পুরস্কার।
বর্ণিল এই আয়োজনের শুরুতে ছিল 'এই জীবন পূর্ণ করো' রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে জনপ্রিয় নৃত্যজুটি শিবলী-নিপার নাচ। তাদের সঙ্গে অংশগ্রহণ করেন রাজশাহী অঞ্চলের নৃত্যশিল্পীরাও। এরপর প্রতিযোগিতার সাত প্রতিযোগী প্রজাপতির আদলে সজ্জিত গাড়িতে চড়ে মঞ্চে আসেন। তারা সমবেত কণ্ঠে পরিবেশন করেন 'তীর হারা এই গভীর সাগর'। আর ২০০৮-এর সেরা কণ্ঠের সাত শিল্পী গেয়ে শোনান 'সুর্যদয়ে তুমি' গানটি।
অনুষ্ঠানে প্রধান ৪ বিচারক রুনা লায়লা, সাবিনা ইয়াসীমন, সুবীর নন্দী ও আলাউদ্দিন আলী উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ, রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মহা উৎসব অনুষ্ঠানটি উপস্থানায় ছিলেন ফারজানা ব্রাউনিয়া।
No comments:
Post a Comment