05 January 2010

বিয়ে এবং ভালবাসা দিবসে শানু

হিমেল আশরাফের পরিচালনায় ভালবাসা দিবসের নাটকে অভিনয় করছেন শানারেই দেবী শানু। নাম ঠিক না হওয়া এ নাটকের শুটিং হবে চলতি মাসের ১২, ১৩ ও ১৪ তারিখ। সৈয়দপুরের আঞ্চলিক ভাষায় নির্মিতব্য নাটকের শুটিংও হবে সৈয়দপুর।

শানু বর্তমানে তার নতুন সংসার গোছানোর কাজে ব্যস্ত আছেন। গত ২৭ ডিসেম্বর তিনি বরিশালের ছেলে জেভিয়ার শান্তনু বিশ্বাসকে বিয়ে করেন। শ্বশুর বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ বিয়ে সম্পন্ন হয়। জেভিয়ারের সঙ্গে শানুর পরিচয় ২০০৫ সালে। এ সম্পর্কে শানু বলেন, ২০০৫ সালের ভালবাসা দিবস উপলক্ষে ঈশিতা 'নিঝুম এক অরণ্যে' নামে একটি নাটক নির্মাণ করেন। সে নাটকে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন জেভিয়ার। সেখান থেকেই পরিচয়।

জেভিয়ার শান্তনু বিশ্বাস বর্তমানে বিবেক রিয়েল এস্টেট কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর। এ মাসের শেষের দিকে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান পালন করবেন বলে শানু জানিয়েছেন। সংসার গোছানোর পাশাপাশি তিনি বর্তমানে অরণ্য আনোয়ার ও সাইদুর রহমান রাসেল হৈ হৈ রৈ রৈ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। শিগগিরই আরেকটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করবেন।

No comments:

Post a Comment