সপরিবারে আমেরিকা যাচ্ছেন প্রবীণ ও প্রতিথযশা অভিনেত্রী দিলারা জামান। তার সঙ্গে যাচ্ছেন তার স্বামী বিশিষ্ট লেখক ও কলামিষ্ট ফখরুজ্জামান চৌধুরী। তবে কোনো শুটিং বা কাজে নয়। দিলারা জামান অনেকটা অভিমান করেই স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়ে দেশ ছাড়ছেন। আমেরিকায় তার ছোট মেয়ে স্থায়ীভাবে বসবাস করেন। আর বড় মেয়ে থাকেন জাপান। দিলারা জামান বলেন, এখন থেকে ওদের কাছেই থাকব। কবে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, তিন বছর পর। তবে ভালো না লাগলে হয়তো তার আগেই ফিরে আসব। আর যদি ভালো লাগে তাহলে আর নাও ফিরতে পারি। কিন্তু কেন এই অভিমান? দিলারা জামান বলেন, অবশ্যই অভিমান অভিযোগ আছে। কিন্তু আমি সে বিষয়ে কিছু বলব না। মিডিয়ার অবস্থা ভালো না। এই অবস্থায় কাজ করতে ভালো লাগে না। তিনদিনের কাজ একদিনে করতে চায় নির্মাতারা। মধ্যরাত পর্যন্ত কাজ করতে হয়। তারপরও মানসম্পন্ন কাজ হচ্ছে অনেক কম। আমিও বুঝি যে নির্মাতারা বাধ্য হয়েই এটা করছেন। চ্যানেলওয়ালারা ঠিকমত টাকা দিতে চায় না। এমন অবস্থায় দেশে থাকতে মন চায় না। মিডিয়ার ভূমিকাও আমাকে অনেক ভাবিয়ে তুলেছে। ছোট একটি মেয়ে প্রভা। সে হয়তো ভুল করেছে। সেই ভুলের জন্য এই অল্প বয়সে তাকে এমন মাসুল দিতে হবে কেন? অনেক শিল্পী না খেয়ে আছে, অর্থের অভাবে চিকিত্সা হচ্ছে না। তাদের খবর মিডিয়ায় আসছে না। অথচ প্রভাকে নিয়ে মিডিয়ায় তোলপাড় হচ্ছে। মেয়েটিকে আপনারা বাঁচতে দিন। ভুলকে শুধরে নেয়ার সুযোগ দিন। তা না করে উল্টো মেয়েটিকে মেরে ফেলার পথে নিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় এ দেশে থাকতে আর মন চায় না। এই অভিযোগেই কি দেশ ত্যাগ করছেন? না, আরও অভিযোগ-অভিমান আছে, আমি তা নিয়ে কথা বলতে চাই না। দোয়া করবেন যাতে বাকি জীবনটা সুস্থভাবে ভালোভাবে কাটিয়ে দিতে পারি।
27 September 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment