28 October 2010

ইত্যাদি এবার নারায়ণগঞ্জের সোনাকান্দা দুর্গে


কাল শুক্রবার রাত নয়টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে হানিফ সংকেতের উপস্থাপনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবারের ইত্যাদি ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় অবস্থিত মোঘল স্থাপত্যের অনুপম নিদর্শন সোনাকান্দা দুর্গে ঈদের ইত্যাদির পর স্বল্প সময়ের ব্যবধানে নির্মিত হয়েছে এবারের ইত্যাদি ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, মাত্র দুই সপ্তাহের প্রস্তুতিতে নির্মিত এবারের ইত্যাদি; তার পরও বিষয়-বৈচিত্র্যের কমতি নেই প্রতিবারের মতো এবারের ইত্যাদিতেও রয়েছে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জামদানির ব্যতিক্রমধর্মী কেনাবেচার ওপর রয়েছে একটি তথ্যবহুল প্রতিবেদন ইত্যাদিতে মূল গান থাকছে দুটি এর মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে, পপসম্রাট আজম খানের গান দীর্ঘদিন অসুস্থ থাকার পর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন আজম খানের এ গানটি রচয়িতা ও সুরকার মো. আবুল খায়ের এবং সংগীত পরিচালনা করেছেন মনি জামান এ গানটির মাধ্যমে আজম খানের গানের আলোচিত চরিত্র, সালেকা-মালেকা-ফুলবানু, আলাল ও দুলালের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে জানা যাবে

এ ছাড়া সংগৃহীত কথায় কানাই লাল শীলের সুরে লোকসংগীত সম্রাট আব্বাস উদ্দিন আহমেদ এবং পরে অমর কণ্ঠশিল্পী আবদুল আলীমের গাওয়া একটি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন এ প্রজন্মের শিল্পী মিলন মাহমুদ এ ছাড়া এবারের ঈদে গান গাইবেন অভিনেত্রী পারভীন সুলতানা দিতি এবারের ইত্যাদিতে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বিভিন্ন নাট্যাংশ রয়েছে ইত্যাদির নিয়মিত শিল্পীদের নিয়ে নানা পরিবেশনা অনুষ্ঠানটি নির্মিত হয়েছে ফাগুন অডিও ভিশনের ব্যানারে

No comments:

Post a Comment