20 April 2011

ঝুলে গেল হাবিবের ‘আহ্বান’

হাবিব ওয়াহিদের গেল এক বছরের আওয়াজ ফাঁকা বুলিতে পরিণত হলো। হতাশ হলো ভক্তরা। বিস্মিত হলো সংগীত সংশ্লিষ্টরা। সবারই প্রত্যাশা ছিল অনেক দিন পর মিউজিক জিনিয়াস হাবিবের অ্যালবাম প্রকাশ পাচ্ছে বৈশাখী উৎসবে। তেমন ঘোষণাও দিয়ে আসছিলেন হাবিব। বৈশাখের আগেই ঘোষণা দিয়েছেন অ্যালবামের নাম, গানের শিরোনাম, গীতিকার এবং গানের ধরনের। তখন বলেছেন ১৪ই এপ্রিল পহেলা বৈশাখের আগেই ৯ই এপ্রিল ধুমধাম করে অ্যালবামটির মোড়ক উন্মোচন হবে। দু’দিন বাদে জানা গেল, না এখনই অ্যালবাম নয়, প্রথমে প্রকাশ করা হবে মোবাইল ফোনের রিংটোন এবং ওয়েলকাম টিউন হিসেবে, যা শুধু উপভোগ করতে পারবেন বাংলালিংক গ্রাহকরা। কারণ, পুরো অ্যালবামটি তৈরি এবং প্রকাশ পাচ্ছে এই মুঠোফোন প্রতিষ্ঠানের আকাশচুম্বী অর্থায়নে। বৈশাখের আগেই আরও জানানো হয়, প্রথম একমাস অ্যালবামটি মুঠোফোনে সীমাবদ্ধ থাকলেও দ্বিতীয় মাসেই সেটা অ্যালবাম আকারে অবমুক্ত করা হবে। অ্যালবাম প্রকাশ পেলেও শর্ত থাকার সম্ভাবনা থাকছে এখানেও। বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাংলালিংকের সিম কিনলেই ফ্রি গিফট হিসেবে হাবিবের ‘আহ্বান’ মিলবে কাঙ্ক্ষিত শ্রোতার হাতে। তবে এর সবটাই ঘটার কথা ছিল ১৪ই এপ্রিলের আগে পহেলা বৈশাখ উৎসবকে সামনে রেখে। সেটা হলো না আর। মূলত এরপর থেকেই অ্যালবামটি কিংবা গানগুলো প্রকাশের অগ্রগতি অনেকটাই ঝুলে যায়। হাবিবের পিতা-মুখপাত্র-পপতারকা ফেরদৌস ওয়াহিদ এ প্রসঙ্গে বলেন, সবকিছুই ঠিকঠাক ছিল। যে কোন একটা টেকনিক্যাল কারণে অ্যালবামটি পহেলা বৈশাখের আগে প্রকাশ সম্ভব হয়নি। সে জন্যই বৈশাখের পরে নতুন করে অ্যালবামটি নিয়ে ভাবতে হচ্ছে কর্তৃপক্ষকে। অ্যালবাম একদমই চূড়ান্ত, হাবিবুল (হাবিবের পারিবারিক নাম) অনেক আগেই অ্যালবামের কাজ শেষ করে অন্য কাজে হাত দিয়েছে। অ্যালবামটি বৈশাখে এলে আমাদেরও ভাল লাগতো। কিন্তু করার কিছু ছিল না। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে এটি প্রকাশের দিন-ক্ষণ চূড়ান্ত হয়ে যাবে। এদিকে বাংলালিংকের ইভেন্টস এন্ড এক্টিভেশন কর্মকর্তা রাশেদ জানান, হাবিবের অ্যালবাম নিয়ে সবারই একটা আকাঙ্ক্ষা আছে। সেটা আমরা গেল এক মাস থেকে অনুভব করতে পারছি ভালভাবেই। আমরা স্বীকার করছি ‘আহ্বান’ প্রকাশে একটু বেশি সময় নিয়ে ফেলেছি। আমরা আসলে সবার কথা বিবেচনা করেই অ্যালবামটি সঠিকভাবে সঠিক পরিকল্পনা নিয়ে প্রকাশের চেষ্টা করছি। আমরা কথা দিচ্ছি এ মাসের মধ্যেই ‘আহ্বান’ প্রকাশ পাচ্ছে। তবে আগের ঘোষণা অনুযায়ী প্রথম এক মাস মোবাইল কনটেন্ট হিসেবে, পরের মাস থেকে অ্যালবাম আকারে। এদিকে এ বিষয়ে হাবিবের সরাসরি কোনো মন্তব্য না পাওয়া গেলেও একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, যথাসময়ে ‘আহ্বান’ প্রকাশ না পাওয়ায় হাবিব নিজেও বেশ মনোক্ষুণ্ন। তিনি অনেক দিন ধরেই প্রত্যাশা করেছেন এ বৈশাখটা মাতবে তার গানে। সব মিলিয়ে বছরের সর্বোচ্চ কাঙ্ক্ষিত অ্যালবাম হাবিবের ‘আহ্বান’ ঠিক কবে, কোন দিন প্রকাশ পাচ্ছে তা এখন অনেকটাই অনিশ্চিত। কেউ বলছেন এ মাসেই, কেউ বলছেন আসন্ন রমজানের ঈদে।

No comments:

Post a Comment