24 April 2011

মল্লিকা শেরাওয়াত’র ওবামা দর্শন


অবশেষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সান্নিধ্য পেয়েছেন বলিউডের হট গার্ল মল্লিকা শেরাওয়াত। ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ওবামার সান্নিধ্য পাওয়ায় মল্লিকার বহু দিনের লালিত স্বপ্ন যেন অবশেষে বাস্তবে রূপ নিয়েছে। হলিউডে প্রেসিডেন্ট ওবামার আগামী নির্বাচনের উদ্দেশ্যে এক প্রচারণার সময় চায়ের নিমন্ত্রণ পেয়েছিলেন মার্ডার খ্যাত মল্লিকা। ওবামার সঙ্গে মল্লিকার আলাপের সময় তার লস অ্যানজেলেস-এ অবস্থান, আগামী চলচ্চিত্র, ভালবাসার রাজনীতি ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট ওবামাও তার সঙ্গে বেশ প্রাঞ্জলভাবে কথা বলেছেন। তিনি বেশ উচ্ছ্বাস নিয়েই মল্লিকার আগামী ছবির প্রিমিয়ারে নিমন্ত্রণ পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ওবামার সঙ্গে ওই চায়ের নিমন্ত্রণের পর মল্লিকা যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওযার পর থেকেই ওবামার সঙ্গে মল্লিকার সাক্ষাৎ করার একান্ত ইচ্ছা জন্মেছিল। এবার যেন সেই স্বপ্নেরই বাস্তবায়ন ঘটেছে। হলিউডের বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে তেমন একটা সুবিধা করতে না পারলেও ওবামার সাক্ষাৎ পেয়ে আইটেম গার্ল মল্লিকা এখন বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন।

No comments:

Post a Comment