24 April 2011

নিজের সংগীতায়োজনে আবারও তিশমা


গান গাওয়ার বাইরেও গান লেখা এবং সুর করার প্রতি শুরু থেকেই ঝোঁক ছিল দেশের আলোচিত পপ গায়িকা তিশমার। নিজের কথা এবং সুরে বেশ কিছু গানই জনপ্রিয় হয়েছে তার। পরবর্তীতে লেখা-সুর করার পাশাপশি সংগীতায়োজন করেও প্রশংসা কুড়িয়েছেন। নিজের বিভিন্ন একক অ্যালবামেই নিজের সুর-সংগীতায়োজনে গান গেয়েছেন তিনি। তিশমার প্রকাশিত অ্যালবামে তার সংগীত পরিচালনার গান জনপ্রিয়ও হয়েছে বেশ। যদিও গত তিন বছর ধরে বিভিন্ন কারণে অ্যালবাম থেকে দূরে থাকায় তেমনভাবে আর সংগীত পরিচালনায় আসা হয়নি তার। গত তিন বছরে শ্রোতাদের সামনে অ্যালবামের মাধ্যমে নতুন গানে না পাওয়া গেলেও টুকটাক করে নিজের স্টুডিওতে সুর-সংগীত আয়োজনের কাজ নীরবে ঠিকই চালিয়ে গেছেন তিশমা। ইতিমধ্যে নিজের নতুন একক অ্যালবামের কাজ শুরু করেছেন এই পপ গায়িকা। এটি হবে তার ক্যারিয়ারের নবম একক। আর এই অ্যালবামেও নিজের সুর-সংগীতায়োজনে বেশ কিছু গান থাকবে তিশমার। তাই বর্তমানে দেশ বিদেশের স্টেজ-টিভি ব্যস্ততার বাইরে নতুন গান তৈরি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। অ্যালবামে নিজের বাইরেও অন্যের সুর-সংগীতায়োজনেও বেশ কিছু গান করার পরিকল্পনা করেছেন। এক্ষেত্রে একেবারেই ভিন্ন কোন সাউন্ড খুঁজছেন তিনি। যেহেতু দীর্ঘদিন পর অ্যালবামের কাজ করছেন, তাই সময় নিয়ে বুঝে শুনে নিজের মতো করেই শ্রোতাদের সামনে আসতে চান এই গায়িকা। এ বিষয়ে তিশমা বলেন, আসলে পড়াশোনাসহ বিভিন্ন কারণেই আমি এতদিন অ্যালবাম-স্টেজ শো থেকে দূরে ছিলাম। স্টেজ শোতে ফিরেছি, চলচ্চিত্রে প্লে-ব্যাক করছি, এবার অ্যালবামে ফিরছি। এর মধ্যে অনেক প্রস্তাব ছিল অ্যালবাম করার, কিন্তু তা ফিরিয়ে দিয়েছি। কারণ, এবার অ্যালবাম অন্যের কথা অনুযায়ী শুধু বাণিজ্যিক চিন্তভাবনা নিয়ে করতে চাই না। আসলে চাপিয়ে দেয়া কাজ আর করবো না। নিজের ইচ্ছামতো নিজস্ব স্টাইলের গানই করবো। অ্যালবামের জন্য গান লেখা, সুর-সংগীতায়োজন শুরু করেছি। অন্যের সংগীতায়োজনেও কাজ করবো, তবে তা হবে একদমই নিউ সাউন্ড।

No comments:

Post a Comment