নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ আর আমাদের মাঝে নেই। কিন্তু তার অমর সৃষ্টি আমাদের মাঝে চির অম্লান হয়ে থাকবে। তার অগণিত সৃষ্টিকর্মের মাঝে আমরা ফিরে পাবো তাকে। হুমায়ূন আহমেদ গত মে মাসে মাত্র ২০ দিনের জন্য দেশে এসে ইমপ্রেস টেলিফিল্মের জন্য ‘যদি ভাল না লাগে তো দিও না মন’ নামের বিশেষ একটি চিত্রনাট্য লিখেছিলেন। এটিই তার লেখা জীবনের শেষ চিত্রনাট্য।
পবিত্র ঈদুল ফিতরে চ্যানেল আই’তে দেখানো হবে এ চিত্রনাট্য থেকে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের টেলিছবি ‘যদি ভাল না লাগে তো দিও না মন’। টেলিছবিটি পরিচালনা করেছেন রায়হান খান। এ টেলিছবিতে অভিনয় করেছেন নোবেল, পূর্ণিমা, সুইস মডেল-অভিনেত্রী শেনিন ডমেনিক অ্যালেরি, মাসুদ আখন্দ প্রমুখ। টেলিছবিটির চিত্র ধারণ করা হয়েছে সুইজারল্যান্ডের জেনেভার লেক লেমন, লুসান, সেনিল দ্য ব্যুসি, প¬াইমপালস, রু-দি মন্ট ব¬ানকসহ সুইজারল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে। এর গল্পে দেখা যাবে, দেশের খ্যাতনামা অভিনেত্রী ও মডেল নীলা (পূর্ণিমা)। স্বামী নাইমের (নোবেল) অসীম ভালবাসার পরও নীলার একটাই আক্ষেপ, বিয়ের আগে নাইমের ইউরোপে অধ্যয়নরত অবস্থায় প্রণয় ছিল অসাধারণ রূপবতী সুইসকন্যা ইরিনার (শেনিন) সঙ্গে। নীলা ও নাইমের বিয়ের রাতে আত্মহত্যা করে ইরিনা। কিন্তু নিজের অবুঝ মনে নাইমের ভালবাসা বুঝতে না পেরে নীলা নাইমকে ডিভোর্স দিয়ে বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে পাড়ি দেয় সুইজারল্যান্ডে। সেখানে গিয়ে নীলার অচেতন মনে ঘটতে থাকে সব অদ্ভুত ঘটনা। কখনও চলে আসে আত্মহত্যারত ইরিনা, আবার কখনও চলে আসে নাইম ও ইরিনার প্রণয়।
পবিত্র ঈদুল ফিতরে চ্যানেল আই’তে দেখানো হবে এ চিত্রনাট্য থেকে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের টেলিছবি ‘যদি ভাল না লাগে তো দিও না মন’। টেলিছবিটি পরিচালনা করেছেন রায়হান খান। এ টেলিছবিতে অভিনয় করেছেন নোবেল, পূর্ণিমা, সুইস মডেল-অভিনেত্রী শেনিন ডমেনিক অ্যালেরি, মাসুদ আখন্দ প্রমুখ। টেলিছবিটির চিত্র ধারণ করা হয়েছে সুইজারল্যান্ডের জেনেভার লেক লেমন, লুসান, সেনিল দ্য ব্যুসি, প¬াইমপালস, রু-দি মন্ট ব¬ানকসহ সুইজারল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে। এর গল্পে দেখা যাবে, দেশের খ্যাতনামা অভিনেত্রী ও মডেল নীলা (পূর্ণিমা)। স্বামী নাইমের (নোবেল) অসীম ভালবাসার পরও নীলার একটাই আক্ষেপ, বিয়ের আগে নাইমের ইউরোপে অধ্যয়নরত অবস্থায় প্রণয় ছিল অসাধারণ রূপবতী সুইসকন্যা ইরিনার (শেনিন) সঙ্গে। নীলা ও নাইমের বিয়ের রাতে আত্মহত্যা করে ইরিনা। কিন্তু নিজের অবুঝ মনে নাইমের ভালবাসা বুঝতে না পেরে নীলা নাইমকে ডিভোর্স দিয়ে বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে পাড়ি দেয় সুইজারল্যান্ডে। সেখানে গিয়ে নীলার অচেতন মনে ঘটতে থাকে সব অদ্ভুত ঘটনা। কখনও চলে আসে আত্মহত্যারত ইরিনা, আবার কখনও চলে আসে নাইম ও ইরিনার প্রণয়।
No comments:
Post a Comment