বাংলাদেশ তথা উপমহাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী রুনা লায়লার একমাত্র মেয়ে তানি লায়লা। যিনি স্থায়ীভাবে বসবাস করছেন লন্ডনে। তানি লায়লার দুই সন্তান। এরা হলেন জেইন ইসলাম (৮) ও অ্যারন ইসলাম (৫)। গতকাল সকালে এ দুই নাতির সঙ্গে সময় কাটানোর উদ্দেশে বাংলাদেশ ছাড়লেন উপমহাদেশের প্রখ্যাত এ কণ্ঠশিল্পী। ঢাকা ছাড়ার আগে রুনা লায়লা বলেন, আমার এবারের লন্ডন সফর অন্যবারের চেয়ে বেশ ব্যতিক্রম। কারণ, এবার আমার বড় নাতি জেইন যুক্তরাজ্যের বিখ্যাত ফুটবল ক্লাব আর্সেনাল একাডেমিতে পাঁচ সপ্তাহ মেয়াদি একটি ফুটবল প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছে। গত ২৬শে এপ্রিল ক্লাবটি পাঁচ সপ্তাহ মেয়াদি ফুটবল প্রশিক্ষণের চূড়ান্ত ফল প্রকাশ করে। নাতির এমন সাফল্যে বেজায় খুশি রুনা লায়লা। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, নাতির এ ধরনের সাফল্যে আমি গর্বিত, আমি অনেক আনন্দিত হয়েছি। কয়েকশ’ প্রতিযোগীর মধ্য থেকে নিজের নৈপুণ্য দেখিয়ে ২০-২৫ জনের মধ্যে জায়গা করে নেয়াটা কিন্তু সহজ কথা নয়। নাতির এ ধরনের সাফল্য অনেক বড় একটা সম্মান বলেও মনে করছি। রুনা লায়লা এও বলেন, যতদূর শুনেছি এ কোর্সে যদি সে ভাল ক্রীড়ানৈপুণ্য দেখাতে পারে, তাহলে তাকে পরবর্তী ধাপের জন্য নির্বাচন করা হবে। জানা গেছে, আর্সেনালে সাধারণত ১৪ বছর বয়স থেকে পেশাদার ফুটবল খেলতে দেয়া হয় খেলোয়াড়দের।
03 May 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment