06 February 2012

বাংলাদেশ-ভারতের তারকাদের অংশগ্রহণে ফ্যাশন শো

ঢাকার র‌্যাম্পে হাঁটলেন ভারতীয় চলচ্চিত্রের তিন জনপ্রিয় তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত, লকেট চ্যাটার্জি এবং পাওলি দাম। সঙ্গে দেশীয় ক’জন সুপার মডেলও। একটি ফ্যাশন শো’তে পারফরম করলেন তারা। ভারতীয় ফ্যাশন ডিজাইনার অগ্নি মিত্রা পলের ডিজাইন করা পোশাক নিয়ে হোটেল রেডিসনে গ্যালারি এ্যাপেক্স লাইফ ইজ বিউটিফুল শিরোনামে অনুষ্ঠিত হলো এ ফ্যাশন শো। গত ৩রা ফেব্রুয়ারি রাত পৌনে ৮টায় এসিডদগ্ধ নারীদের সহায়তায় জমকালো এ ইভেন্টটির আয়োজন করে দেশটিভি। বর্ণাঢ্য এ ফ্যাশন শো শুরুর আগে বক্তব্য রাখেন এ্যাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং দেশটিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর। এ্যাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর তার বক্তব্যে সমাজের এসিডদগ্ধদের অবহেলার দৃষ্টিতে নাড় দেখে সুস্থ স্বাভাবিক যাপিত জীবনে তাদের সহায়তা করতে অনুরোধ করেন সবাইকে। দেশটিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর দেশের মানুষকে এসিড সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এসিড সন্ত্রাস জঘন্য অপরাধ উল্লেখ করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। পুরো ফ্যাশন কিউয়ে ছেলেদের পোশাক ডিজাইন করে মেনজ ক্লাব। আর নারীদের পোশাকের সঙ্গে জমকালো গহনা সরবরাহ করে নিউ জড়োয়াড় হাউজ। পাঁচটি ফ্যাশন কিউয়ে নেপথ্য সংগীতের মাধ্যমে নৃত্যের ছন্দে সকাল থেকে রাতের সাজ ফুটিয়ে তোলা হয় অগ্নি মিত্রা পলেরড় পোশাকের নকশায়। পুরো আয়োজনের মেকওভার সহযোগী হিসেবে ছিল পারসোনা। অনুষ্ঠানে মডেল হিসেবে ছিলেন ভারতীয় তারকা ঋতুপর্ণা সেনগুপ্তা, লকেট চ্যাটার্জি, পাওলি দাম এবং বাংলাদেশের নোবেল, তিশা, নওশিন, বিন্দু, মম, মিম এবং র‌্যাম্পের শীর্ষ মডেলরা। শো শেষে কিউয়ে প্রদর্শিত পোশাকগুলো নিয়ে নিলাম আয়োজন করা হয়। এরপর ফ্যাশন শো শেষে সংগীত পরিবেশন করেন কলকাতার জনপ্রিয় শিল্পী রুপঙ্কর।

No comments:

Post a Comment