27 September 2012

নাটকের নাম নাশপাতি

ভিন্নধর্মী গল্প নিয়ে আসছে ঈদের জন্য নির্মিত হলো নাটক ‘নাশপাতি’। এই নাটকের কাহিনিতে দেখা যাবে আবুল মিয়ার অভাব তাড়িত মনের স্বপ্ন বিস্তার, যেখানে নিম্নমধ্যবিত্ত গণ্ডি পেরিয়ে বিলাসী জীবনের স্বাদ নেয় একজন সিএনজি চালক। এক রাতে জনৈক জটলা বাবা আবুল মিয়াকে ঠোঙ্গা কাগজে মোড়ানো একটি নাশপাতি দিয়ে বলে পাক-পবিত্র মনে জিনিসটি খাওয়ার পর সে যা চাইবে তাই পাবে। যদিও ঘটনার পরম্পরায় নাশপাতি খাওয়ার পর শয্যাশায়ী হয়ে তাকে যেতে হয় হাসপাতালে। কিঞ্চিত্ হাস্যরসাত্মক আদলে রচিত এই নাটকে কল্পজগত্ আর বাস্তবতার চিরায়ত দ্বন্দ্ব ফুটে উঠেছে দারুণভাবে। মহিউদ্দীন আহমেদের রচনা ও সৈয়দ জামিমের পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, লাক্সসুন্দরী বিন্দু, রাজু খান, দুখু সুমন প্রমুখ। উত্তরা ও ধানমন্ডির বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে। নাটক প্রসঙ্গে পরিচালক সৈয়দ জামিম বলেন, ‘অদ্ভুত এক ঘোরের নাটক নাশপাতি। আমাদের চারপাশের ঘটে যাওয়া ঘটনাই এখানে দেখানো হয়েছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে। আর শুটিংয়ে নাশপাতি খেয়ে আমরা সবাই মজা করেছি।’ ‘নাশপাতি’ নামের নাটকটি ঈদের অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে প্রচার হবে।

No comments:

Post a Comment