এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম
‘চিঠি’। আশরাফুল চঞ্চলের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন জাহিদ হাসান।
অভিনয় করেছেন জাহিদ হাসান, রুমানা, তারিক স্বপন প্রমুখ। মামুনুর রশীদ
এলাকার স্কুলের বাংলা শিক্ষক। নিজেকে বৈয়াকরণিক বলে দাবি করেন। বিশেষ করে
চিঠি লেখায় তার চেয়ে পারঙ্গম অত্র এলাকায় নেই। ছাত্র জীবনে বহু মানুষের বহু
চিঠি লিখে দিয়েছেন তিনি। এ নিয়ে সারাদিন নাক উঁচু করে থাকেন মামুনুর রশীদ।
একদিন এলাকার ছোটভাই তার কাছে আসে একটা প্রেমপত্র লিখিয়ে নেয়ার জন্য।
মামুনও তাকে গর্বভরে লিখে দেন। ছোটভাই সেই চিঠি নিয়ে দেয় তারই স্কুলের এক
ছাত্রীকে। এ নিয়ে স্কুল কমিটিতে ঝামেলা বাধে। এর মধ্যে স্কুলে নবাগত,
সুন্দরী, মার্জিত রুচির ইংরেজি শিক্ষিকা কবিতা ইয়াসমিন যোগ দিলে বিষয়টি
ধামাচাপা পড়ে যায়। এভাবেই এগিয়ে যায় ‘চিঠি’ নাটকটির গল্প।
10 October 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment