05 November 2012

সারিকার ভ্যালেন্টাইন ইমন

এই প্রথম ইমন আর সারিকা একসঙ্গে অভিনয় করলেন। টেলিভিশনের জন্য নির্মিত একটি টেলিছবিতে তারা জুটি হয়ে অভিনয় করেছেন। নাম ‘ভ্যালেন্টাইন’। কাতারের মনোরম লোকেশনে এই টেলিছবির শুটিং শেষ করে শনিবার রাতে দেশে ফিরেছেন এ দুই অভিনয়শিল্পী। সারিকা বলেন, ইমন আমার খুব ভাল বন্ধু। বেশ কয়েক বছর ধরে অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকলেও ইমন ও আমি একসঙ্গে জুটি হয়ে কোন কাজ করিনি। এবারই প্রথম একসঙ্গে অভিনয় করলাম। টেলিছবিটি খুব চমৎকার একটি গল্পের। সারিকা আরও বলেন, কাতারে এখন প্রচণ্ড গরম। এই গরমের মধ্যেই টেলিছবিটির শুটিং করতে হয়েছে। ইমনের সঙ্গে জুটি হয়ে প্রথম শুটিংয়ে সবাই মিলে অনেক মজা করেছি। ইমন বলেন, এই টেলিছবিতে প্রথম দিকে আমাকে অ্যান্টিহিরো হিসেবে দেখানো হবে। তবে শেষদিকে কিছু চমক আছে। সবকিছু মিলে অন্য রকম একটি গল্পে কাজ করলাম। আমার বিশ্বাস টেলিছবিটি সবার ভাল লাগবে। উল্লেখ্য, এবারের ঈদে কাতারের প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছিলেন ইমন ও সারিকা। ওই অনুষ্ঠান শেষে তারা ওই টেলিছবির কাজ করেন।

No comments:

Post a Comment