07 November 2012

আবারও বিজ্ঞাপনে পূর্ণিমা

ঈদে নতুন কোনো ছবিতে দেখা যায়নি চিত্রনায়িকা পূর্ণিমাকে। বরং ছোটপর্দায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গত দুই ঈদে ছোটপর্দার তারকাদের তুলনায় নাটক, টেলিফিল্ম কিংবা টক শো নিয়ে কোনো অংশে কম ব্যস্ত ছিলেন না তিনি। মোস্তফা কামাল রাজের ঈদের নাটক অফ সাইড-এ পূর্ণিমার সঙ্গে ছিলেন দূরবীন ব্যান্ডের গায়ক শহীদ। ঈদ পরবর্তী সময়ে আবারও ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। নতুন বিজ্ঞাপনে মডেল হলেন চিত্রনায়িকা পূর্ণিমা। বিজ্ঞাপন নির্মাতা আনজাম মাসুদের নির্দেশনায় একটি ফাইভ স্টার হোটেলের বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। জিঙ্গেল নির্ভর বিজ্ঞাপনটির কথা লিখেছেন পরিচালক নিজেই। আরিফের সুরে জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। বিজ্ঞাপনটির শুটিং কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে শুরু হয়েছে গতকাল। বিজ্ঞাপন প্রসঙ্গে নির্মাতা আনজাম মাসুদ বলেন, ‘পূর্ণিমা সত্যিই ভালো মডেল ও অভিনেত্রী। প্রাকৃতিক পরিবেশে বিজ্ঞাপনটি দর্শক পছন্দ করবে বলে আমি আশা করি। ন্যান্সির কণ্ঠে জিঙ্গেলটিও অনেক সুন্দর হয়েছে।’ মুক্তির প্রতীক্ষায় আছে পূর্ণিমা অভিনীত আই লাভ ইউ, মন শুধু মন ছুঁয়েছে, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, টু বি কন্টিনিউড ছবিগুলো। এছাড়া রাজা সূর্য খাঁ ছবিতে রাজকুমারী চাঁদ সুলতানা চরিত্রটিতে পূর্ণিমার অভিনয় নিয়েও বিশেষ আশাবাদী পরিচালক গাজী মাহবুব এবং সংশ্লিষ্ট সবাই।

No comments:

Post a Comment