05 March 2013

ন্যান্সির দ্বিতীয় বিয়ে

আবার বিয়ে করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যান্সি। বরের নাম নাজিমুজ্জামান জায়েদ। তিনি ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা। গতকাল সোমবার বাদ জোহর জেলা শহরের নতুন বাজার এলাকায় জায়েদের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্থানীয় কাজি তাদের বিয়ে পড়ান। গত বছরের মে মাসে র‌্যাম্প মডেল আবু সাঈদ সৌরভের সঙ্গে ন্যান্সির বিয়ে বিচ্ছেদ ঘটে। তারা সাতবছর সংসার করেছিলেন। এ সময় তাদের ঘর আলোকিত করে আসে কন্যাসন্তান রোদেলা। ওর বয়স এখন ৬ বছর।
দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে ন্যান্সি বললেন, 'ভেবেছিলাম আর বিয়ে করব না। রোদেলার কথা ভেবে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। ওর একটা সুন্দর ভবিষ্যৎ আছে। এ ছাড়া আমার মায়ের মৃত্যুর পর আমিও খুব নিঃসঙ্গ হয়ে পড়েছি। জায়েদ আমার পূর্ব পরিচিত। আশা করছি সে আমার রোদেলার ভালো বন্ধু হতে পারবে।'
ন্যান্সি বর্তমানে নেত্রকোনায় নিজের বাড়িতে অবস্থান করছেন। নতুন জীবনসঙ্গীর জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

No comments:

Post a Comment