12 March 2013

অভিনয়ে মনোযোগী হয়েছেন বাঁধন

পুরোদমে কাজে মনোযোগী হয়েছেন লাক্স তারকা বাঁধন। ধারাবাহিক এবং খণ্ডনাটকের পর এবার টেলিছবিতে অভিনয় করছেন তিনি। টেলিছবিটির শিরোনাম ‘কে তুমি’। জাবির রাসেলের রচনা ও পরিচালনায় টেলিছবিটি চ্যানেল আইয়ের জন্য নির্মিত হচ্ছে বলে জানা গেছে। আগামী ১৯ এবং ২০ মার্চ ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হবে। শহরের দুই তরুণ-তরুণীর প্রেম নিয়ে গড়ে উঠেছে এর কাহিনী। এতে বাঁধনের বিপরীতে কল্যাণ ছাড়াও আরো কয়েকজন অভিনয় করছেন।
এ ছাড়া বাঁধনের মেয়ে মিশেল আমানী সায়রা এখন হাঁটতে শিখেছে। এসময় তাকে সঙ্গ দেওয়া ও সঠিক পরিচর্যা করা জরুরি। তাই মিশেলকে সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করছেন।

No comments:

Post a Comment