13 January 2014

প্রধানমন্ত্রীর আকস্মিক উপহার ফরিদুর রেজা সাগরকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদ শপথ নিলেন। বঙ্গভবনের পরিবেশ তখন উৎসবমুখর। গিজগিজ করছে অভ্যাগত দেশী-বিদেশী অতিথি। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সব সদস্য তখন দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এক ফাঁকে প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর ও চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজকে নিয়ে যান প্রধানমন্ত্রীর সামনে। উষ্ণ সম্ভাষণ বিনিময় হয় তাদের মাঝে। এ শুভেচ্ছা বিনিময়ের ভেতরই ফরিদুর রেজা সাগরের চোখ চলে যায় প্রধানমন্ত্রীর শাড়িতে লাগানো নৌকাখচিত সোনালি ব্রুশটির দিকে। বলেই ফেললেন, ‘আপা এটি খুব সুন্দর।’ প্রধানমন্ত্রীও যেন তাৎক্ষণিক আদরের ভাইটির অন্যরকম এক আবদারমাখা প্রশংসার জবাব দিয়ে দিলেন। বললেন, ‘পছন্দ? পছন্দ হলে নাও।’ তারপর প্রধানমন্ত্রী তার ব্রুশটি খুলে দিয়ে দিলেন ফরিদুর রেজা সাগরকে। উপস্থিত অন্যরা এ দৃশ্য দেখে আনন্দিত, বিস্মিত।

No comments:

Post a Comment